বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫, ০৮:৪৮:৩৭

পাকিস্তানকে জবাব দিচ্ছে ইংল্যান্ড

পাকিস্তানকে জবাব দিচ্ছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: আবুধাবিতে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংসে করা ৫২৩ রানের বিরুদ্ধে ব্যাট করতে নেমে মোটামুটি ভালোভাবেই ব্যাটিং করছে ইংল্যান্ড। পাকিস্তান ৮ উইকেটে ৫২৩ রান করে ইনিংস ঘোষণা করার পর ইংল্যান্ড তাদের ব্যাটিং শুরু করে। আর দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ বিনা উইকেটে ৫৬ রান করেছে। ক্রিজে আছেন মইন আলি ১৫ এবং অ্যালিস্টার কুক ৩৯ রানে।

আজ দ্বিতীয় দিনে চা-বিরতি পর্যন্ত ম্যাচে একচ্ছত্র আধিপত্য ছিল পাকিস্তানের। কিন্তু এরপর খেলায় ফিরে আসে ইংল্যান্ড। পাকিস্তানের ব্যাটসম্যানরা দ্রুত আউট হতে থাকে।

পাকিস্তানের একটি লক্ষ্য ছিল শোয়েব মালিকের ট্রিপল সেঞ্চুরি। কিন্তু তিনি ২৪৫ রানে ফিরে গেলে আর খুব দেরি করার কারণ দেখেনি পাকিস্তান। সেঞ্চুরি করার পর আসাদ শফিকও বেশিদূর যেতে পারেননি। তিনি ১০৭ রানে আউট হন।
ইংল্যান্ডের পক্ষে স্টোকস নেন ৪ উইকেট।
পাকিস্তান আগের দিনের ৪ উইকেট নিয়ে ব্যাট শুরু করেছিল পাকিস্তান। শোয়েব মালিক ১২৪ এবং আসাদ শফিক ১১ রান নিয়ে মাঠে নামেন।
১৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে