বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭, ০৬:৩৪:০৭

প্রথম টেস্টে টাইগারদের সম্ভাব্য একাদশ: বাদ সৌম্য সরকার, দলে মিরাজ

প্রথম টেস্টে টাইগারদের সম্ভাব্য একাদশ: বাদ সৌম্য সরকার, দলে মিরাজ

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি হোয়াটওয়াশ হওয়া বাংলাদেশের সামনে এবার লক্ষ্য টেস্ট সিরিজে ঘুরে দাঁড়ানো। তবে এ পরীক্ষায় টাইগারদের টেস্ট দলের অধিনায়ক মুশফিক পাচ্ছে না দলের অন্যতম সেরা বোলার ‘কাটার মাস্টার’ মুস্তাফিজকে।

বাংলাদেশ সময় বুধবার দিবাগত ভোর ৪টায় দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটায় মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে এ পর্যন্ত ১১টি টেস্ট খেলেছে টাইগাররা। তার মধ্যে হেরেছে ৮টিতে। ড্র করেছে ৩টিতে।

টেস্ট সিরিজকে সামনে রেখে ইনজুরি জেকে বসেছিল বাংলাদেশ শিবিরে। মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস ও তামিম ইকবাল ইনজুরিতে পড়েছিলেন।

কিন্তু টেস্টের আগে সেরে উঠেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। সেরে উঠেছেন ইমরুল কায়েস ও তামিম ইকবালও। এদিকে,  সৌম্য সরকারকে বাদ দিয়ে দলে জায়গা পেতে পারেন মেহেদী হাসান মিরাজ।

আগামীকাল তারা খেলবেন। তার আগে চলুন দেখে নেওয়া যাক প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ,সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, তাসকিন আহমেদ,শুভাশীষ রায়।
১১ জানুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে