স্পোর্টস ডেস্ক: সফরকারী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম ওয়ানডে হারলেও আজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিল ভারত। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় নির্ধারিত ৫০ ওভার শেষে ভারত ২৪৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে ধোনি সব্বোচ্চ ৭টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়ে বিনিময়ে ৯২ রানে অপরাজিত থাকেন।
এই দিন ট্রসে জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তবে দলীয় মাত্র ৩ রানের মাথায় রোহিত শর্মার বিদায়ে শুরুতেই মুখ থুবড়ে পরে স্বাগতিকরা। এরপর রাহানে ও শেখর ধাওয়ান কিছুটা প্রতিরোধের চেষ্টা করে। পরে দলীয় ৫৯ রানের মাথায় ধাওয়ানের বিদায়ের পর ভারতীয় শিবিরে ছন্দ পতন ঘটে। একের পর এক উইকেট হারাতে থাকা ভারতকে ধোনি কিছুটা প্রতিরোধের চেষ্টা করে। তবে ধোনিকে কোন ব্যাটসম্যান সঙ্গ দিতে না পারায় দলীয় রানকে কোনভাবেই ধোনি আড়াই’শ ছোঁয়াতে পারেননি। শেষ পর্যন্ত ভারত তাদের নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রান করে।
ভারতে পক্ষে ধোনি অপরাজিত ৯২ ও রাহানে ৫১ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে ডেল স্টেইন ৩টি এবং মর্কেল ও ইমরান তাহির ২টি করে উইকেট লাভ করেন।
২৪৮ রানের লক্ষ্যে দক্ষিন আফ্রিকা এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৯রান। ক্রিজে আছেন রাবাদা (৮) ও ইমরান তাহের (৮)।
১৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ