বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭, ০৯:৪৭:৪১

নিউজিল্যান্ডের বাতাসকেও ভয় পাচ্ছেন মুশফিক

নিউজিল্যান্ডের বাতাসকেও ভয় পাচ্ছেন মুশফিক

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি হোয়াটওয়াশ হওয়া বাংলাদেশের সামনে এবার লক্ষ্য টেস্ট সিরিজে ঘুরে দাঁড়ানো। তবে এ পরীক্ষায় টাইগারদের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম ভয় পাচ্ছেন বাতাসকে।

বাংলাদেশ সময় বুধবার দিবাগত ভোর ৪টায় দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটায় মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ওয়েলিংটনের পেস সহায়ক উইকেটে এই টেস্ট ম্যাচে কঠিন পরীক্ষাই দিতে হবে বাংলাদেশকে।

দলের দায়িত্বটা নিতে হবে চার সিনিয়র খেলোয়াড় তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও অধিনায়ক মুশফিকুর রহিমকে।

সদ্যই হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সুস্থ হয়েছেন মুশফিকুর। তবে পুরোপুরি নয়। বুধবার এমন তথ্য নিজেই জানালেন টাইগার দলপতি, ‘ইনজুরি থেকে আগের চেয়ে অনেকটা সুস্থ। তবে শতভাগ ফিট নই আমি। কিন্তু খেলার জন্য প্রস্তুত।

নিজের ইনজুরির পাশাপাশি ওয়েলিংটনের পিচ ও বাতাস নিয়েও চিন্তা রয়েছে মুশফিকের, এখানকার উইকেট পেসারদের জন্য সহায়ক। পাশাপাশি বাতাসও অনেক সমস্যা করবে আমাদের। বোলিং-ফিল্ডিং করার সময় বেশি সমস্যায় পড়তে হবে।
১১ জানুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে