বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭, ১০:৫২:৫২

বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম টেস্ট মাঠে গড়ানো নিয়ে সংশয়

বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম টেস্ট মাঠে গড়ানো নিয়ে সংশয়

স্পোর্টস ডেস্ক: ওয়েলিংটনের বেসিন রিজার্ভের সবুজ মাঠে কোন উইকেটে খেলা হবে সেটি একদিন আগেও বুঝতে পারেননি টাইগারদের টেস্ট দলপতি মুশফিকুর রহিম। কিন্তু হঠাৎ দেখা দিলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম টেস্ট মাঠে গড়ানো নিয়ে সংশয়।

কারণ উইকেট আবৃত ছিলো সবুজ ঘাসে। তবে একদিন পরেই সেই উইকেটের চেহারা পাল্টে গেছে অনেকটা। আশা করা যাচ্ছে বৃহস্পতিবার প্রথম টেস্টে আরও পরিবর্তন হবে উইকেটের।

জানা গেছে ম্যাচ শুরুর আগে উইকেটের ঘাস আরও ছোট করে ফেলা হবে। তবে উইকেটের অবস্থা যেমনই থাকুক না কেন এই ম্যাচে ভালো খেলতে প্রত্যয়ী টাইগাররা।

কিন্তু ইতিমধ্যেই ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে। কারণ বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হওয়া এই ম্যাচটিতে হানা দিতে পারে বৃষ্টি।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী প্রথম টেস্টের প্রথম ও চতুর্থদিন বৃষ্টির জোর সম্ভাবনা রয়েছে। সাথে ঝড়ো বাতাস তো থাকবেই।

এমনিতেই নিউজিল্যান্ড সফরের শুরু থেকেই তীব্র বাতাসের সাথে যুদ্ধ করে আসছে টাইগাররা। এবার বেসিন রিজার্ভের ঝড়ো বায়ুর সাথেও লড়াই করতে হবে তাদের। আর সেদিক থেকে কতটা সফল হবে সফরকারীরা সেটা সময়ই বলে দিবে।

১১ জানুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে