বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫, ০৯:৩৩:৪০

ফিফা কেলেংকারি, ব্ল্যাটারের ঘনিষ্ঠজনদের তালিকায় সালাউদ্দিন

ফিফা কেলেংকারি, ব্ল্যাটারের ঘনিষ্ঠজনদের তালিকায় সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক: বর্তমানে ফুটবলের সব্বোচ্চ সংস্থা ফিফা আর্থিক দুর্নীতি ও ঘুষ কেলেংকারির সাথে জড়িয়ে পড়ে চরম বিতর্কের মধ্যে রয়েছে। দুর্নীতির অভিযোগে নাম জড়িয়ে পড়ায় ফিফার রাঘব-বোয়ালরা নিষিদ্ধ হয়েছেন এবং হচ্ছেন। নিষিদ্ধ হওয়ার তালিকায় রয়েছে ফিফা সভাপতি সেপ ব্লাটার, মহাসচিব জেরোম ভালকে ও উয়েফা সভাপতি মিশেল প্লাতিনির।

ফিফা সভাপতি ব্ল্যাটারের ঘনিষ্ঠজনদের তালিকায় আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনও।

এ বিষয়ে মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে কাজী সালাউদ্দিন জানান, কোনো প্রকার দুর্নীতির সঙ্গে যুক্ত নন তিনি। বললেন, 'আমি ফিফার কোনো রাজনীতি বা আর্থিক কাজকারবারে যুক্ত নই। আর যাঁরা নিষিদ্ধ হচ্ছেন এবং যাঁরা নিষিদ্ধ করছেন, দুই পক্ষের সঙ্গেই আমার ঘনিষ্ঠতা আছে (হাসি)। কাজেই আমার মনে বিন্দুমাত্র ভয় নেই। আমি এক শ ভাগ নিরাপদ।

ফিফার সাথে সংশ্লিষ্ট সকলের সাথে বরাবরই বাংলাদেশের সম্পর্ক ভাল বলে জানিয়ে এসেছেন সালাউদ্দিন। আর একই সাথে এটাও জানালেন যে, যেকোন দুর্নীতি থেকে তিনি সবসময় একশ হাত দূরে থাকেন, 'একটা মানুষ কখন ভয় পায়? যখন তাঁর মধ্যে অপরাধবোধ থাকে বা দুর্নীতি করে। আমি তো আগেই বলেছি, ফিফা বা এএফসির টাকাপয়সার লেনদেন থেকে এক শ হাত দূরে থাকি। বড় মুখ করে একটা দাবি করব, সালাউদ্দিন বিক্রি হয় না কারও কাছে।'
১৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে