স্পোর্টস ডেস্ক : একেবারে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে ওয়ানডে সিরিজে সমতায় ফেরালো ভারত। ৬ উইকেটে ১২৪ রান থেকে যেভাবে ২৪৭ রানের লড়াকু স্কোরটা ভারত তুললো সেটাই শেষ পর্যন্ত টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ালো। ক’দিন ধরে যে ধোনিকে নিয়ে নানা প্রশ্ন উঠছিল, সেই ধোনিই অপরাজিত ৯২ রানের ওয়ানডে কেরিয়ারের অন্যতম সেরা ইনিংসটা খেলে সেসব ছুঁড়ে ফেলে দিলেন। শতরান না পেলেও এই ৯২ রানের ইনিংসটা খেলা ছাড়ার পরেও হয়তো মনে রাখবেন ভারত অধিনায়ক।
ভূবনেশ্বর কুমার আর হরভজন সিংকে নিয়ে যেভাবে দলকে ২৪৭ রানে নিয়ে গেলেন সেই ইনিংসটাকে ভাষা দিয়ে বোঝানো কঠিন। দলের বোলাররা অধিনায়কের সেই ইনিংসকে মর্যাদা দিলেন। টি২০-তে ব্যর্থ অক্ষর প্যাটেল সুযোগ পেয়েই বল হাতে ফুল ফোটালেন। ১০ ওভার বল করে ৩৯ রান দিয়ে অক্ষর নিলেন ৩ উইকেট। শেষের দিকে বল হাতে জ্বলে দলের জয়কে সুগম করলেন ভূবনেশ্বর কুমার।
তবে দিনের শেষে ধোনির পর সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্স কামব্যাক ম্যান হরভজন সিংয়ের। অশ্বিন চোট না পেলে যার আজকে এই ম্যাচটা টিভিতে দেখার কথা। ভাজ্জি ৫১ রান দিয়ে নিলেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। আর ব্যাট হাতে করলেন ২২টা গুরুত্বপূর্ণ রান। কানপুরে হারের পর বুধবার ইন্দোরে জিততেই হত ভারতকে। কিন্তু রায়না (০), রোহিত (৩) পুরো ব্যর্থ হয়ে দলকে চাপে ফেলে দিয়েছিলেন। ধোনি ছাড়া লড়লেন রাহানে (৫২)।
চার ম্যাচের পর অবশেষে সফরে প্রথম জয় পেল ভারত। ভারত-২৪৭/৯, দক্ষিণ আফ্রিকা-২২৫ । ভারত জয়ী ২২ রানে। সিরিজ ১-১। জমে গেল সিরিজ। তৃতীয় ওয়ানডে রাজকোটে, রবিবার।
১৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি