স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার গল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দেশ। কয়েকদিন আগে পাকিস্তানের বিপক্ষে শক্তি পরীক্ষায় পরাজিত হয় শ্রীলঙ্কা। লঙ্কানরা নতজানু ছিল প্রত্যেকটি সিরিজে।
বিগত কয়েকটি সিরিজে মোটেই সাফল্য নেই লঙ্কানদের। এ নিয়ে দেশটির ক্রিকেট বোর্ডে হয়ে যায় অনেক কিছুই। তবে এবার আলোর আভা দেখছে শ্রীলঙ্কা। দেশের মাটিতে প্রতিপক্ষ যখন ওয়েস্ট ইন্ডিজ তখন ব্যাটে হাসি ফিরে পেয়েছে শ্রীলঙ্কার ব্যাটসম্যান।
আর লঙ্কানদের পুঞ্জিভূত বিষেই কাঁতরাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। লঙ্কান বিষের যন্ত্রণা হাড়ে হাড়ে টের পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিনে করুণারত্নে ১৩৫ রান করে অপরাজিত। করুণারত্বে নামেন ওপেনার হিসাবে। চান্দিমাল চার নম্বরে ব্যাট করতে নেমে ৭২ রানে অপরাজিত থাকেন প্রথম দিনে।
প্রথমদিন শেষে ২ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ২৫০। যা শ্রীলঙ্কার ছন্দে ফেরার লক্ষণ বহন করে। শ্রীলঙ্কার শিবিরে অভিষেক হয়েছে শ্রীওয়ার্দানের।
১৫ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর