বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫, ১০:২৩:৪৩

বিপিএলে সাকিবকে এ কেমন অবমূল্যায়ন ?

বিপিএলে সাকিবকে এ কেমন অবমূল্যায়ন ?

স্পোর্টস ডেস্ক: অনেক চড়াই-উৎরাই আর জল ঘোলা করে অবশেষে জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে পর্দা উম্মোচন হতে যাচ্ছে বিপিএলের তৃতীয় আসর। তৃতীয় আসরে এসে গভর্নিং কাউন্সিল জানালেন, ‘বিদেশি শীর্ষ ক্রিকেটারদের চেয় কম টাকা পাবেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।’ মূলত তারা মনে করছেন, ‘বিপিএলের টিকে থাকার জন্য আপাতত সাকিবের মতো বাংলাদেশের ‘আইকন’ ক্রিকেটারদের কম টাকা নিতে হবে।’

তথ্যমতে, বিদেশি ‘এ’ গ্রেডের ক্রিকেটাররা পাবেন ৭০ হাজার ডলার (প্রায় ৫৫ লাখ টাকা)। অন্যদিকে তিন ফরম্যাটে আইসিসির অলরাউন্ডারদের র‌্যাংঙ্কিংয়ে শীর্ষ থাকা সাকিব আল হাসান পাবেন ৩৫ লাখ টাকা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার এক সংবাদ সম্মেলনে গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, ‘তৃতীয় আসরে সাকিবের সঙ্গে ‘আইকন’ খেলোয়াড় হিসেবে আছেন মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও নাসির হোসেন।’
 
অর্থ ছাড়া বিসিবি পরিচালক মল্লিক মানের দিক থেকে ‘আইকন’ খেলোয়াড়দের বিদেশি ক্রিকেটারদের চেয়ে পিছিয়ে রাখছেন না।
তাই সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন তুলললেন সাংবাদিকরা, ’এমন সিদ্ধান্তের কারণে স্থানীয় খেলোয়াড়দের প্রতি অবিচার হচ্ছে  কিনা?  জবাবে মল্লিক পাল্টা প্রশ্ন করেন, “সাকিবের হয়তো আরও বেশি প্রাপ্য; কিন্তু প্রশ্ন হল বাকি ৫ আইকনকে আমি কত টাকা দেব?”

চুক্তি এবং অর্থ সংক্রান্ত বিষয়ে আইকন খেলোয়াড়দের সঙ্গে বিসিবির কথা হয়েছে বলে উল্লেখ্য করে তিনি বলেন, ‘এ নিয়ে আমরা ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি। টুর্নামেন্টের টিকে থাকার স্বার্থে এটা দরকার আছে। দুয়েকটা আসর যাক, তখন এই ব্যাপারগুলোও ঠিক হয়ে যাবে।’

আইকন খেলোয়াড়দের কম টাকা দেওয়ায় তাদের ফ্র্যাঞ্চাইজি বেছে নেয়ার স্বাধীনতা দেয়ার কথা ভাবছে গভর্নিং কাউন্সিল। তবে আইকন ক্রিকেটার নেওয়ার ব্যাপারে ফ্র্যাঞ্চাইজির মতামতও নেয়া হবে বলে জানান মল্লিক।
“আইকন ক্রিকেটারদের দল ঠিক করায় দুটি পদ্ধতি আছে। আমরা ক্রিকেটারদের থেকেও মতামত নেব। যেহেতে এবার আমরা একটা আর্থিক বাধ্যবাধকতা দিয়ে রেখেছি, এজন্য আইকন ক্রিকেটাররা কোন দলে খেলতে চায় এটা শুনব। ফ্র্যাঞ্চাইজিরা কাকে চায়, এটাও শুনব। বিপিএল গভর্নিং কাউন্সিলে আমরা বসে ঠিক করে দেব।”

গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব জানান, ‘সপ্তাহখানেকের মধ্যে তারা আইকন ক্রিকেটারদের দল ঠিক করে দেবেন। ফলে আইকন ক্রিকেটাররা দল নির্বাচন ও গঠনের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন। আগামী ২৬ অক্টোবর ‘প্লেয়ার্স বাই চয়েস’ পদ্ধতিতে ক্রিকেটারদের বেছে দল গঠন করবে ফ্র্যাঞ্চাইজিগুলো।’
১৫ অক্টোবর ২০১৫,এমটিনিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে