স্পোর্টস ডেস্ক : আসছে ২০ নভেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসর। এর দুই দিন পরেই মাঠের লড়াইয়ে নামবে দলগুলো। এ লড়াই দেখতে হয়তো অধীর আগ্রহ সবার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড টিকিট ইস্যুর নানা দিক জানিয়েছে। ক্রিকেটপ্রেমীদের জন্য সহনীয় মূল্য নির্ধারণ করা হয়েছে। এখন কিভাবে ভক্তরা এই টিকিট সংগ্রহ করবেন এই বিষয়টি সামনে এসেছে।
গ্যালারির সর্বনিম্ন টিকিটের মূল্য ১৫০ টাকা। ১০ হাজার থেকে শুরু করে এক হাজার ও ৫০০ টাকা মূল্যের টিকিটেরও ব্যবস্থা করা হয়েছে। তবে ২০০ টাকা দিয়েও টিকিট কিনে একই দিনের দুটি ম্যাচ দেখা যাবে।
দুপুর ২টায় খেলা শুরু হয়ে শেষ হবে বিকেল ৫টা ২০-এ। আর দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ৬.৪৫ মিনিটে, শেষ হবে ১০.০৫ মিনিটে। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়াম ও চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। উদ্ধোধনী ম্যাচ ও ফাইনাল হবে মিরপুরের মাঠে।
সরাসরি ও ব্যাংঙ্ক থেকে ক্রয় করা যাবে টিকিট। তবে বিক্রির সময় এখনো জানায়নি বিসিবি।
১৫ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর