বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫, ১২:৫৯:৪৪

বিপিএলে আশরাফুলকাণ্ড এড়াতে যে ব্যবস্থা নিয়েছে বিসিবি

বিপিএলে আশরাফুলকাণ্ড এড়াতে  যে ব্যবস্থা নিয়েছে বিসিবি

স্পোর্টস ডেস্ক : বিপিএলের প্রথম আসরেই ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা ঘটে। দেশি-বিদেশি অনেক ক্রিকেটার এই আসরে অংশ নিবে বলে ফিক্সিংয়ের শঙ্কা। ক্রিকেটারদের প্রাইজমানি কম বলেও এই শঙ্কা।

তবে এই বিষয়ে আগাম প্রস্তুতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বিপিএল আসরকে কলঙ্কমুক্ত রাখার জন্য উদ্যোগ বিসিবির। আশরাফুলের মত ক্রিকেটার বিপিএল আসরে কেলেঙ্কারির দায়ে এখনো মাঠের বাইরে।

কোনো ক্রিকেটার যাতে টাকার প্রলোভনে না পড়েন এই দিকে দৃষ্টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এন্টি করাপশন এন্ড সিকিউরিটি ইউনিট আইসিসির দেয়া গাইড লাইন নিয়ে এই আসরে কাজ করবে।

ক্রিকেটারদের উপর কড়া নজরদারি থাকবে। মোবাইল ফোনের উপরও নিয়ন্ত্রণ আনা হবে ম্যাচ চলার সময়। এছাড়া ফোনালাপ মনিটরিং নিয়েও কাজ করবে এই বিভাগ।

পার্শ্ববর্তী দেশ ভারতের টি-টোয়েন্টি আসরেও ম্যাচ কেলেঙ্কারির উদাহরণ রয়েছে। বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশিদের প্রতিও এই অভিযোগ তোলা হয়েছে সদ্য সমাপ্ত আসরে। এই বিষয়টি মাথায় নিয়েও বেশ সতর্ক বিসিবি।
১৫ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে