স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেট মানেই বির্তক। অল্প সময়ের ব্যবধানে কোন না কোন উদ্ভট ঘটনার সৃষ্টি। সতীর্থ কিংবা কোচের সঙ্গে তর্কাতর্কি ঘটনা তাদের নিত্য দিনের ব্যপার।
ম্যাচ ফিক্সিংয়ের দায়ে বড় ধরনের শাস্তির ঘটনার পর আরেকটি কেলঙ্কারি মাথায় নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট। ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, কায়েদ-ই-আজম ট্রফির কোয়ালিফাইং রাউন্ডে বল টেম্পারিং করেছেন স্টেট ব্যাংক অব পাকিস্তান দলের পেসার মুহাম্মাদ ইরফান।
ভারতীয় ওই বার্তা সংস্থার অভিযোগকে সরাসারি অস্বীকার দলটির ম্যানেজার জহিরুল হাসান বলেন, ‘আমরা বল টেম্পারিংয়ের কোন চেষ্টাও করিনি। আর এছাড়া ইরফান এমন কোন কাজের সঙ্গে জড়িত নন।’
তবে এমন কথা বললেও তারা নিজেদের নির্দোষ প্রমান করতে ব্যর্থ হন। আর সে কারণে, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের ওই ঘটনায় তার ম্যাচ ফির ৭৫ শতাংশ কেটে নেয়া হয়।
১৫ অক্টোবর ২০১৫,এমটিনিউজ২৪/আরিফুর/রাজু