স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের তারকা ব্যাটসম্যান ইউনুস খান ভেঙ্গে দিয়েছেন জাবেদ মিয়াঁদাদের রেকর্ড। মিয়াঁদাদের রেকর্ড ভেঙ্গে ক্রিকেট বিশ্বকে তাক লাগান ইউনুস খান।
মাঠের দিকেই দৃষ্টি রাখছিলেন জাবেদ মিয়াঁদাদ। পাকিস্তানের হয়ে সাদা জার্সিতে সর্বোচ্চ ৮ হাজার ৮৩২ রান নিয়ে সবার উপরে ছিলেন মিয়াঁদাদ। ৮ হাজার ৮৩০ রান নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন ইনজামাম-উল-হক।
ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেই এই দুইজনের রান টপকে যান ইউনুস খান। রেকর্ড হারালেও আক্ষেপ নেই মিয়াঁদাদের। মিয়াঁদাদ বলেছেন, ইউনুস আমার ছাত্র ছিলেন। তাকে প্রতিভাবান মনে হয়েছে।
তার কীর্তিতে আমি অভিভূত। কোনো কিছু শিখতে বেশ আগ্রহী তিনি। ইমজামাম উল হক বলেছেন, দলের প্রয়োজনে জ্বলে উঠতে জানেন ইউনুস খান। তার মধ্যে ব্যাটিং দৃঢ়তা রয়েছে। এটা কাজে লাগালে দলের সাফল্য আসে।
প্রসঙ্গত, ওয়ানডেতে পাকিস্তানের সর্বোচ্চ রান ইমজামামের (দশ হাজারের উপরে)। আর টেস্টে ইউনুস খানের (দশ হাজারের নিচে)। ইউনুসের স্বপ্ন টেস্টে দশ হাজার রান করে অবসরে যাওয়ার।
রানের দিকে থেকে ক্রিকেট ইতিহাসে ইউনুস খান এখন ১৭ নম্বরে রয়েছেন।
১৫ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর