বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫, ০৪:১২:২৪

ইউনুসের ইচ্ছা, জীবনের শেষ ম্যাচটা্ পাকিস্তানের মাটিতে খেলতে চাই

ইউনুসের ইচ্ছা, জীবনের শেষ ম্যাচটা্ পাকিস্তানের মাটিতে খেলতে চাই

স্পোর্টস ডেস্ক: জাভেদ মিয়াঁদাদের ১৫ বছর ক্যারিয়ারে করা ৮৮৩২ রানের রের্কড ভেঙে পাকিস্তানের হয়ে সর্বকালের সর্বাধিক রানের রের্কডটি এখন ইউনুস খানের ঝুলিতে। গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং করে  জাভেদ মিয়াঁদাদের ২২ বছর আগের রের্কডটি ভেঙে নতুন রের্কড গড়েন ইউনুস। তবে না থেমে থেকে দশ হাজার রানের মাইল ফলক স্পর্শ করার কথা জানান তিনি। রেকর্ড পরবর্তী ইউনুস খান তার আরও একটি ইচ্ছার কথা জানান সাংবাদিকদের। তিনি বলেন,  ‘ভারতে যেমনভাবে টেন্ডুলকার ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে শেষ টেস্ট খেলেছেন আমারও তাই ইচ্ছা। ’

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রানের স্কোরার এই তারকা খেলোয়াড় বলেন, ‘টেন্ডুলকারের সৌভাগ্য হয়েছিল বিদায়বেলায় পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু, কোচ সবাই তার সামনে উপস্থিত ছিলেন। আমি ঠিক সেই অনুভূতিটাই নিতে চাই।’

ইউনুস মনে করেন, ‘ক্যারিয়ারের ইতি টানার সময়টা এর থেকে ভাল কিছু আর হতে পারে না। এখানে মূল বিষয় হচ্ছে গত ছয় বছর ধরে আমরা ঘরের মাঠে ক্রিকেট খেলা থেকে বঞ্চিত হচ্ছি যা খুবই দুঃখজনক। এর পরিবর্তন জরুরী। কখনো সুযোগ হলে আমি আমার শেষ ম্যাচটা পাকিস্তানের মাটিতেই খেলতে চাই।’

আবুধাবীতে ইংল্যান্ডের হয়ে পাকিস্তানের হয়ে মাইলফলক ছোঁয়ার স্বাদ পাওয়া ইউনিস বলেন,  ‘সব পেশাদার ক্রিকেটারই তার নিজের দেশে খেলতে যতটা পছন্দ বরেন তা বিশ্বের অন্য কোথাও পাওয়া যায়না। দুভার্গ্যবশতঃ পরিস্থিতির কারণে আমরা সেই স্বাদ পাচ্ছি না। আমি সহজে কাঁদি না, কিন্তু যদি আমার নিজ দেশের সমর্থকদের সামনে অবসরের সুযোগ হয় তবে আমি অবশ্যই কাঁদবো।’

পাকিস্তানের এই কিংবদন্তি ব্যাটসম্যান মিয়াঁদাদের রেকর্ড ভঙ্গ করলেও তার সাথে কোন তুলনা করতে রাজী নন ইউনিস। তিনি বলেন, ‘আমি তার (মিয়াঁদাদ) কাছ থেকে অনেক কিছু শিখেছি। ক্রিকেট ব্যাগ গোছানো থেকে শুরু করে কোন পিচে কিভাবে নিজেকে মানিয়ে নিতে হবে সব টিপসই তিনি দিয়েছেন। তিনিও আমার ওপর সবসময়ই আস্থা রেখেছেন।’  সূত্র : বাসস
১৫ অক্টোবর ২০১৫,এমটিনিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে