বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫, ০৭:১৫:১১

এ বছর ফিফা বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতবে কে?

এ বছর ফিফা বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতবে কে?

স্পোর্টস ডেস্ক: গত সাত বছর ধরে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোই জিতে আসছেন ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার । এবারও কি তার ব্যতিক্রম হবে না? জার্মানির সাবেক অধিনায়ক লোথার ম্যাথাউস মনে করেন এ বছর ফিফার বর্ষসেরা ফুটবলার হবেন লিওনেল মেসি।

 
আগামী জানুয়ারিতে ফিফা-ব্যালন ডি’অর পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে। দিন যত এগিয়ে আসছে, বিজয়ী কে হতে পারেন তা নিয়ে বিশেষজ্ঞদের নানা মত আসছে। জার্মানির সাবেক অধিনায়ক লোথার মাথেউস যেমন জানালেন, বিশ্ব সেরা ফুটবলারের পুরস্কার বার্সেলোনা তারকা লিওনেল মেসিই পাওয়া উচিত ১৯৯০ বিশ্বকাপ জয়ী জার্মান দলের অধিনায়ক ফিফা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিফা-ব্যালন ডি’অর জয়ে নিজের ‘ফেভারিট’ খেলোয়াড়ের নাম জানান। একজন খেলোয়াড়ই আছে, যার পুরস্কারটা প্রাপ্য এবং এটা লিওনেল মেসি।

১৯৯০ সালে ব্যালন ডি’অর জেতা মাথেউস চারবারের বর্ষসেরা মেসিকে ফেভারিট মনে করার ব্যাখ্যাও দেন। ক্লাবের হয়ে সে অসাধারণ ফর্মে ফিরেছে। সে শুধুচ্যাম্পিয়ন্স লিগই জেতেনি, বার্সার হয়ে লিগ আর কাপ ডাবলও জিতেছে। আর্জেন্টিনার হয়ে শিরোপা জিততে না পারলেও মেসির একের পর এক গোল করার বিষয়টি তার পক্ষে যায় বলে উল্লেখ করেন মাথেউস। জার্মানির সাবেক তারকা জানান, মেসি ছাড়া এবারের ফিফা-ব্যালন ডি’অর অন্য কেউ পেলে সেটা হবে বড় এক বিস্ময়। জানুয়ারিতে পুরস্কার দেওয়ার রাতে বার্সেলোনার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে বলে মনে করেন মাথেউস। বর্ষসেরা কোচের পুরস্কার পাওয়ার ক্ষেত্রে লুইস এনরিকে বড় ফেভারিট। ফোর ফোর টু।
১৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে