স্পোর্টস ডেস্ক: গত ৩ অক্টোবর স্ট্যামফোর্ড ব্রিজে সাউদাম্পটনের বিপক্ষে ৩-১ গোলে হারে চেলসি। ফরোয়ার্ড রাদামেল ফ্যালকাওকে সেইন্ট গোলরক্ষক মারটিন স্টিকেলেনবার্গ বক্সের ভিতর ফেলে দিলেও পেনাল্টি না দেয়ায় চেলসি ম্যানেজার হোসে মরিনহো উত্তেজিত হয়ে উঠেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মলনে রেফারির সমলোচনাও করেন তিনি। এরপরই তাকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ফুটবল এসোসিয়েশন। একইসাথে তাকে ৫০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।
এফএ নিশ্চিত করেছে আইন ভঙ্গের বিষয়টি মেনে নিয়েছেন ব্লুজ বস মরিনহো। আগামী এক বছর একই ধরনের কোন শাস্তি না করার ব্যাপারেও পর্তুগিজ এই কোচকে সতর্ক করে দেয়া হয়েছে।
আট ম্যাচে আট পয়েন্ট নিয়ে বর্তমানে প্রিমিয়ার লীগ টেবিলের ১৬তম স্থানে রয়েছে চেলসি। আগামী শনিবার পরবর্তী ম্যাচে তারা ঘরের মাঠে এ্যাস্টন ভিলাকে আতিথ্য দিবে।-বাসস।
১৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ