বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫, ০৮:৫৩:০৩

সমালোচনাকারীদের দাঁতভাঙ্গা জবাব দিয়েছেন ধোনি

সমালোচনাকারীদের দাঁতভাঙ্গা জবাব দিয়েছেন ধোনি

স্পোর্টস ডেস্ক: ভারতের টুয়েন্টি টুয়েন্টি ও ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রশংসায় এবার মেতে উঠলেন ভারতের সাবেক ক্রিকেটাররা। ধোনির ব্যাটিং, কিপিং ও অধিনায়কত্বের দুর্দান্ত পারফরমেন্সে ইন্দোরে সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২২ রানে হারিয়েছে ভারত। ফলে সিরিজে সমতাও আনতে পেরেছে টিম ইন্ডিয়া। তাই ভারতীয় অধিনায়কের প্রশংসা না করে পারলেন না দেশটির সাবেক ক্রিকেটাররা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে ধোনির সমালোচনা করে ভারতের সাবেক পেসার অজিত আগারকার এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ভারতীয় দলে ধোনির কাজটা কি?’ এমন মন্তব্যের পরই প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দলকে জেতাতে ব্যর্থ হন ধোনি। ফলে অনেকেই আগারকারের সঙ্গে তাল মেলান।
কিন্তু সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতকে জয় এনে দিলেন সেই ধোনিই। ইন্দোরে তার ৯২ রানের নান্দনিক, দৃষ্টিনন্দন ও চৌকস ইনিংসে লড়াই করার মতো শক্তি পায় টিম ইন্ডিয়া। এরপর লড়াইটা দুর্দান্তভাবেই করেছেন ভারতীয় বোলার ও ফিল্ডাররা। তবে উইকেটের পেছনে দাঁড়িয়ে ধোনি যেভাবে বোলার ও ফিল্ডারদের পরিচালনা করেছেন, বলতে গেলে তার ফলেই সিরিজে সমতা আনতে সমর্থ হয় ভারত।

তাই ম্যাচ শেষে ধোনি বন্দনায় মেতেছে ভারতবাসী। সেই সাথে ভারতের সাবেক খেলোয়াড়রাও। প্রথম ম্যাচে ব্যর্থতার পরও ধোনির পাশেই ছিলেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। আর এবারও ধোনির প্রশংসা অব্যাহত রেখেছেন তিনি। ধোনির ৯২ রানের ইনিংসের প্রশংসা করে গাভাস্কার বলেন, ‘ধোনির এই ইনিংসটার গুরুত্ব ১৪০ রানের মতো। চার বা পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করাটা অনেক বেশি কঠিন। এ ছাড়া এ ম্যাচে তিন পেসার নিয়ে খেলাটা ছিলো কঠিন সিদ্বান্ত। এ ম্যাচে সবকিছুতেই সফলতা পেয়েছে ধোনি। নিশ্চিন্তে তার ওপর আস্থা রাখা যায়।’

গাভাস্কারের মতো ধোনির প্রশংসা করতে ভুল করেননি সাবেক উইকেটরক্ষক দীপ দাস গুপ্ত। তিনি বলেন, ‘গত ম্যাচের পর অনেকেই বলে দিয়েছে, ধোনিকে দিয়ে আর হবে না। তার ব্যাটিং-অধিনায়কত্ব সবই শেষ। কিন্তু এক ম্যাচ বাদেই নিজের মতো করে ধোনি রূপেই ফিরলো সে। দ্বিতীয় ম্যাচে ধোনি যা করেছে, তা কেবল তার দ্বারাই সম্ভব। এটাই তার স্টাইল। দেয়ালে পিঠ ঠেকে গেলে কিভাবে ফিরতে হয় তা বেশ ভালোই জানে ধোনি। সমালোচকদের প্রথমে বলার সুযোগ দেবে। এরপর এমন কিছু করে দেখাবে যে, সমালোচকদের কিছু বলারই থাকবে না।’

ধোনির প্রশংসা করতে গিয়ে তো পঞ্চমুখ আরেক সাবেক উইকেটরক্ষক নয়ন মঙ্গিয়া। আগামী টি-২০ বিশ্বকাপ পর্যন্ত ধোনিকে অধিনায়ক রাখা উচিত উল্লেখ করে তিনি বলেন, ‘যখনই দল খারাপ করে তখনই অধিনায়কের দোষ পড়ে। তবে খারাপ সময়কে দ্রুতই দূর করে দেন ধোনি। সে খুবই ভালো খেলোয়াড়। ওয়ানডে ও টি-২০ ফরম্যাটে সেরা ব্যাটসম্যান ধোনি। আগামী টি-২০ বিশ্বকাপ পর্যন্ত তারই অধিনায়কত্ব করা উচিত।’

ধোনিরই সাবেক সতীর্থ ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও প্রশংসায় ভাসিয়েছেন বর্তমান দলপতিকে। তিনি বলেন, ‘গত চার বছর ধরে আমি বলছি, ব্যাটিং অর্ডারে উপরের দিকে ব্যাট করা উচিত ধোনির। তবে এখন ব্যাটিং অর্ডার পরিবর্তন করেছে সে। ব্যাটিং অর্ডার পরিবর্তনের ফলও ভালোভাবে পেয়েছে।’-বাসস
১৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে