মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭, ১০:৩৯:১০

'বিরাট কোহলির কাছ থেকে পাকিস্তানি ক্রিকেটারদের শেখা উচিত'

'বিরাট কোহলির কাছ থেকে পাকিস্তানি ক্রিকেটারদের শেখা উচিত'

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানি ক্রিকেটারদের ব্যর্থতা খুঁজতে গিয়ে বিরাট কোহলির প্রসঙ্গ টেনে আনলেন পাকিস্তানের অন্যতম সেরা তিন ক্রিকেটার ওয়াসিম আকরাম, সাকলিন মোস্তাক এবং শোয়েব আখতার। পাকিস্তানের একটি টেলিভিশন চ্যাট শো-তে বিরাটের প্রশংসা শোনা গেল তাদের মুখে।

পাকিস্তানি ক্রিকেটাররা কেন ফিটনেসে পিছিয়ে? রানিং বিটুউইন দ্য উইকেটে অন্যান্য দেশের তুলনায় স্লো, এমন সব প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিরাটের প্রসঙ্গ টেনে আনেন ওয়াসিম আকরাম। তিনি বলেন, "সময়ের সঙ্গে ক্রিকেট যে ভাবে এগোচ্ছে, সব সময় নজরে রাখা উচিত।" বিরাটের উদাহরণ দিয়ে বলেন, "কোহলি জানে কী ভাবে রান তাড়া করে ম্যাচ জিততে হয়। এখনই ১৭টি সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছে সে।" শুধু এখানেই থেমে যাননি আকরাম।

পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের উদ্দেশ্য তিনি বলেন, “কোনও লজ্জা না করে সিনিয়রদের কাছে কোহলি পরামর্শ. শোনে। পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের এটাও শেখা উচিত।” একই আক্ষেপের সুর শোনা গেল পাকিস্তনের সাবেক অফ স্পিনার সাকলিন মোস্তাকের মুখেও। ট্রেনিংয়ের সময় বিরাটকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা শেয়ার করেন ওই চ্যাট শোয়ে।

প্র্যাকটিসের সময় কোহলি ভুট্টা খাচ্ছিল। তা দেখে সাকলিন জিজ্ঞাসা করায় কোহলি জানায়, ফিট থাকার জন্য রুটি খাওয়া ছেড়ে দিয়েছে। সাকলিন বলেন, "বিরাট ভীষণ নিয়ম মেনে চলে। প্র্যাকটিস, জিম থেকে খাওয়া, ঘুম সব কিছু নিয়মের মধ্যে থাকে।"

বিরাট কোহলির এই সাফল্যকে স্বীকার করে নেন শোয়েব আখতারও। পাকিস্তানের টিভি চ্যানেলে বসে, তিন ক্রিকেটারের মুখে বিরাট কোহলির প্রশংসার ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

২৪ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে