বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭, ০৯:০২:৪৬

নজরদারি থাকবে ক্রিকেটারদের বাড়িতেও

নজরদারি থাকবে ক্রিকেটারদের বাড়িতেও

স্পোর্টস ডেস্ক: অভিষেকের ১৭ বছর পর বাংলাদেশ দল প্রথম ভারতে যাবে টেস্ট খেলতে। একমাত্র ঐতিহাসিক টেস্টে ম্যাচটির আয়োজক হবে হায়দরাবাদ- এমনটাই নিশ্চিত হয়েছিল। কিন্তু গতকাল হঠাৎ করে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানান, এখনো তারা জানেন না টেস্ট ম্যাচটি কোথায় হচ্ছে। ৯ই ফেব্রুয়ারি থেকে হায়দরাবাদে ম্যাচটি হওয়ার কথা থাকলেও এখনো ভেন্যু নিশ্চিত নয় বলেই জানান তিনি।

নাজমুল হাসান বলেন, ‘ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে একটা প্রস্তুতি ম্যাচ হবে। তবে ভেন্যুর বিষয়ে এখনো আমাদের চূড়ান্ত কিছু বলেনি তারা। টেস্ট হবে এটা নিশ্চিত। তবে কোথায় হবে সেটা জানি না। হায়দরাবাদে না হয়ে অন্য কোথাও হলে আমাদের সমস্যা নেই।’

অন্যদিকে সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে শঙ্কার কথা তুলে ধরে নতুন ব্যবস্থার কথাও জানান তিনি। সেই সঙ্গে ফিল্ডিংয়ে উন্নতির জন্য দক্ষিণ আফ্রিকার জাদুকর ফিল্ডার জন্টি রোডসকে পরামর্শক হিসেবে নিয়োগ দেয়ার বিষয়ে বিসিবির ভাবনার কথাও জানান তিনি। এছাড়া ক্রিকেটার আরাফাত সানি দোষী হলে তাকে নিষিদ্ধ করার হুঁশিয়ারিও দেন পাপন।

নিউজিল্যান্ড সফরে গিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা একের পর এক যেভাবে ইনজুরিতে পড়েছেন তাতে বেশ শঙ্কিত বিসিবি। মোস্তাফিজ, মুশফিক, ইমরুল ও মুমিনুলদের ইনজুরিতে শঙ্কায় খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বিশেষ করে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুশফিকের ইনজুরির কারণে পরের সীমিত ওভারে তার খেলাই হয়নি। দুটি সিরিজেই হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। এরপর শেষ টেস্টেও ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েন দলের তিন ক্রিকেটার। টাইগারদের এমন বাজে সফরের অন্যতম একটি কারণও ছিল ইনজুরি। তাই নাজমুল হাসান ক্রিকেটাররা ছুটিতে গেলেও তাদের ফিটনেসের খোঁজ-খবর রাখা হবে বলে জানান।

তিনি বলেন, ‘অনুশীলন ক্যাম্প থেকে শুরু করে ক্রিকেটাররা যখন ছুটিতে নিজ বাড়িতে থাকবেন তখনো তাদের কড়া নজরদারিতে রাখা হবে, যাতে তারা ফিটনেস হারিয়ে না ফেলে। প্লেয়াররা যখন ক্যাম্পে থাকে তখন তাদের ফিটনেস বেশ ভালো থাকে। কিন্তু ছুটিতে গেলে তা পুরোপুরি বদলে যায়। একমাস ছুটি কাটিয়ে আসার পরে চেনাই যায় না। তাই আমরা ঠিক করেছি তাদের বাড়িতেও আমাদের মনিটরিং ব্যবস্থা রাখবো।’

দোষী হলে সানির পাশে থাকবে না বিসিবি জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির বিপক্ষে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেছেন এক নারী। নাসরিন সুলতানা নামের ওই নারীর দাবি, তিনি এ স্পিনারের স্ত্রী। প্রথমে তার বিরুদ্ধে ফেসবুবে ছবি ব্ল্যাকমেইল করার অভিযোগে মামলা হয়। পরে যৌতুক দাবি করা নিয়ে একটি মামলা করেন সেই নারী। বর্তমানে সানি রিমান্ড শেষে কারাগারে রয়েছেন। তার জামিন আবেদন নাকচ করেছেন আদালত। জাতীয় দলের এই ক্রিকেটারের এমন ঘটনায় বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তাই বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি সানির এ ঘটনায় সম্পৃক্ততা থাকে এবং তার বিপক্ষে আনীত অভিযোগ প্রমাণিত হয়, তাহলে দলে তাকে আজীবন নিষিদ্ধ করা হবে। বিসিবিও তার পাশে থাকবে না। -এমজমিন
২৫ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে