রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭, ০৯:৩৪:৩৩

বিসিবির নজর কেড়ে নিলেন বিপিএল কাঁপানো সেই রাহী!

বিসিবির নজর কেড়ে নিলেন বিপিএল কাঁপানো সেই রাহী!

স্পোর্টস ডেস্ক: বিসিবির নজর কেড়ে নিলেন প্রথম দিনেই। জাতীয় দলকে শক্তিশালী করতে চায় বিসিবি। এ জন্য জাতীয় লিগে ক্রিকেটারদের চোখ তাদের। বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) ৫ম আসর মাঠে গড়িয়েছে গতকাল।

শুরুর দিনই দাপট দেখালেন পেসাররা। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে তাণ্ডব দেখান দুই পেসার আবুজায়েদ রাহী ও ইবাদত হোসেন। তারা ইসলামী ব্যাংকের হয়ে দারুণ বোলিং করেছেন।

রাহী নিয়েছেন ৫ উইকেট ও ইবাদত ২ উইকেট। টসে হেরে ব্যাট করতে নেমে দিনের শুরুতেই ৮৬ রানে ৫ উইকেট হারায় সেন্ট্রাল জোন। সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক মোশরাফ হোসেন রুবেল। তাকে সঙ্গ দেন দলের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শরিফ।

৯ম উইকেটে দু’জনের ৭০ রানের জুটিতে শেষ পর্যন্ত হালে পানি পায় দল। প্রথম ইনিংসে অলআউট ২২৪ রানে। অধিনায়ক ৪৬ রানে অপরাজিত থাকলেও ৪৪ রান করে আউট হন শরিফ। জবাব দিতে নেমে ইস্ট জোনের দুই ওপেনার লিটন কুমার দাস ও মেহেদী মারুফ দারুণ শুরু করেন। দু’জনের অপরাজিত ৯৫ রানের জুটিতে তারা শেষ করে প্রথম দিন। লিটন ৬০ ও মারুফ অপরাজিত আছেন ৩২ রানে।

সকালে টসে জয় দিয়ে শুরু ইসলামী ব্যাংক ইস্ট জোনের অধিনায়ক অলক কাপালী। অধিনায়কের সিদ্ধান্তের মান রাখেন বোলাররা। ৭ রান করা সেন্ট্রাল জোনের ওপেনার শামসুর রহমান শুভকে আউট করেন ইবাদত হোসেন। এরপর দলীয় ৪৩ রানের সময় আউট হন ১৪ রান করা আরেক ওপেনার সাইফ হাসান। তাকে ফিরান পেসার সাইফুদ্দিন। এরপর সেস্ট্রাল জোনের মিডল অর্ডারকে দাঁড়াতেই দেননি দুই পেসার আবু জায়েদ রাহী ও ইবাদত।

রকিবুল হাসান, তাইয়েবুর পারভেজ, মার্শাল আইয়ুব ও শুভাগত হোমরা কেউই ২০ রান এর বেশি অবদান রাখতে পারেনি। ১০ নম্বরে নেমে শরিফ ৪৪ রান করার পথে ৫৫ বল খেলে ৪টি চার ও ৩টি ছয়ের মার হাঁকান। অন্যদিকে অধিনায়কের অপরাজিত ইনিংসটি ৯৪ বলে ৬টি চারের মারে সাজানো। ইস্ট জোনের লিটন দাস ৫৯ বলের ইনিংসে ৭টি চারের সঙ্গে ৩টি ছয়ের মার হাঁকান। তবে মারমুখী ব্যাটসম্যান বলে পরিচিত মারুফ ছিলেন শান্ত। ৫৭ বলে ৩২ রান করেন ৫টি চারের মারে।

ধীর ব্যাটিংয়ে দিন পার উত্তরাঞ্চলের
বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) উদ্বোধনী দিনটা ভালোই কেটেছে বিসিবি উত্তরাঞ্চলের। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে ধীর গতিতে ব্যাটিং করে দিন শেষে ৯৩ ওভারে তিন উইকেট হারিয়ে ২১০ রান করেছে তারা। গতকাল সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় উত্তরাঞ্চল। ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুটা ভালো করতে পারেনি তারা। ওপেনার জুনায়েদ সিদ্দিকীকে আউট করেন জিয়াউর রহমান। তবে ফরহাদ হোসেনকে নিয়ে ৭২ রানের জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন অধিনায়ক জহুরুল ইসলাম অমি।

দলীয় ৭৪ রানে সোহাগ গাজীর বলে ফরহাদ আউট হলে নাঈম ইসলামকে নিয়ে দলের হাল ধরেন জহুরুল। ৭৬ রানের দারুণ জুটি গড়ে তোলেন এ দুই ব্যাটসম্যান। তবে দলীয় ১৫০ রানে জহুরুলকে আউট করে দক্ষিণাঞ্চলকে খেলায় ফিরিয়ে আনেন অধিনায়ক আব্দুর রাজ্জাক। এরপর নাঈমের সঙ্গে জুটি বাঁধেন নাসির হোসেন। দিনের শেষ পর্যন্ত ব্যাটিং করে গড়েছেন ৬০ রানের জুটি। ফলে দিন শেষে ৩ উইকেটে ২১০ রানের সংগ্রহ পায় উত্তরাঞ্চল। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন জহুরুল। ২০৩ বল মোকাবিলা করে ৪টি চারের সাহায্যে এ রান করেন তিনি।

১৭৯ বলে ২টি চারের সাহায্যে ৫৪ রানে অপরাজিত আছেন নাঈম। এছাড়া ফরহাদ ৪৩ রান করেন। নাসির হোসেন অপরাজিত আছেন ৩৫ রানে। দক্ষিণাঞ্চলের পক্ষে ১টি করে উইকেট নেন আব্দুর রাজ্জাক, জিয়াউর রহমান ও সোহাগ গাজী।
২৮ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে