রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭, ০৯:৫১:২৩

প্রথম দিনেই ধৈর্য্যের পরীক্ষায় পাশ নাঈম-নাসিররা, আজ দ্বিতীয় দিনের খেলা

প্রথম দিনেই ধৈর্য্যের পরীক্ষায় পাশ নাঈম-নাসিররা, আজ দ্বিতীয় দিনের খেলা

স্পোর্টস ডেস্ক: চারদিনের ম্যাচে ধৈর্য্যের পরীক্ষটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর শনিবার সেটি করে দেখালেন নাঈম-নাসিররা।

গতকাল (শনিবার) বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম আসরের প্রথম দিনই কচ্ছপ গতির ব্যাটিংয়ের দেখা মিলল। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এবারের আসরের প্রথম রাউন্ডের প্রথম দিনটা দারুণ ধীর গতিতে ব্যাট করে শেষ করল বিসিবি নর্থ জোন। প্রাইম ব্যাংক সাউথ জোনের বিপক্ষে প্রথম দিন শেষে ১ম ইনিংসে ৯৩ ওভারে ৩ উইকেট হারিয়ে করেছে ২১০ রান।

রোববার নাঈম ইসলাম ৫৪ ও নাসির হোসেন ৩৬ রানে নিয়ে ব্যাট করতে নামবেন।

এদিন সকালে টস জিতে ব্যাটিংয়ে নামে নর্থ জোন। শুরুটা অবশ্য মোটেও ভাল ছিল না। দলের রান যখন ২ তখনই সাউথ জোনের পেসার জিয়াউর রহমানের বলে জুনায়েদ সিদ্দিকী (২) ক্যাচ তুলে দেন নাজমুল ইসলামের হাতে।

এরপর অবশ্য দ্বিতীয় উইকেট জুটিতে জহুরুল ইসলাম ও ফরহাদ হোসেন খেলতে থাকেন দেখে-শুনে। তারা যোগ করেন ৭২ রান। ১১৬ বলে ৪৩ রান করা ফরহাদ হোসেনের উইকেট তুলে নেন স্পিনার সোহাগ গাজী।

এরপর আরেকটা মাঝারি জুটি পেয়ে যায় নর্থ জোন। নাঈম ইসলামের সঙ্গে অধিনায়ক জহুরুল ইসলাম অমি গড়েন ৭৬ রানের জুটি। দলের রান যখন ১৫০, তখনই অধিনায়ক আব্দুর রাজ্জাকের বলে মোসাদ্দেক হোসেন সৈকতের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান প্রতিপক্ষ নেতা জহুরুল। অবশ্য অসীম ধৈর্য্য নিয়ে ২০৩ বলে তিনি করেছেন ৬৫ রান। দিনের বাকী পথটুকু পাড়ি দেন জাতীয় দল থেকে বাদ পড়া দুই ক্রিকেটার নাসির হোসেন এবং নাঈম ইসলাম। ১৭৯ বল খেলে মাত্র ফিফটি পেরিয়েছেন নাঈম। ৫৬ বল খেলেছেন নাসির।

ফ্রাঞ্চাইজি ভিত্তিক প্রথম ফার্স্ট ক্লাস টুর্নামেন্টের প্রথম দিনে সিলেটে সব মিলিয়ে বোলাররা তেমন আগুন ঝরাতে পারেন নি। সোহাগ গাজী, আব্দুর রাজ্জাক ও জিয়াউর রহমান তিনজনই নেন একটি করে উইকেট।
২৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে