বুধবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৭, ০৮:৩৪:৫৪

এমন পারফর্ম করতে চাই, যাতে ভারত বারবার ডাকে : মুশফিক

এমন পারফর্ম করতে চাই, যাতে ভারত বারবার ডাকে : মুশফিক

স্পোর্টস ডেস্ক : ঐতিহাসিক টেস্ট খেলতে ভারত সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। টেস্ট স্ট্যাটাস পাওয়ার দীর্ঘ ১৬ বছর পর একমাত্র টেস্ট ম্যাচ খেলতে বৃহস্পতিবার ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ৯ ফেব্রুয়ারি হায়দরাবাদে মাঠে গড়াবে এই টেস্ট।

ঢাকা ছাড়ার আগে বুধবার সংবাদ সম্মেলনে ভারত সিরিজ নিয়ে কথা বললেন দলের অধিনায়ক মুশফিকুর রহিম। মুশফিক বলেন, ভারতের মাটিতে আমরা এমন পারফর্ম করতে চাই যেন তারা আমাদের বারবার ডাকে। আমার কাছে এটা আর দশটা ম্যাচের মতোই। ঐতিহাসিক কিছু মনে হয় না। ভারতের বিপক্ষে খেললে কোনো চাপ থাকে না। যেমনটা থাকে জিম্বাবুয়ের বিপক্ষে। কেননা জিম্বাবুয়ের বিপক্ষে হারলে অনেক ব্যাপার থাকে।
 
ভারতের বিপক্ষে হারানোর কিছু নেই মন্তব্য করে মুশফিক বলেন, তাদের বিপক্ষে আমরা পুরো পাঁচ দিন ভালো খেলতে চাই। আমরা লড়াই করতে চাই। ভারতের বিপক্ষে ভালো করতে হলে দলীয় প্রচেষ্টা থাকা দরকার। যারা এত দিন ভালো পারফর্ম করেছে আশা করি তারা সেটা ধরে রাখবে।
 
এজন্য দলীয়ভাবে ভালো খেলা দরকার বলে মনে করেন অধিনায়ক। ধারাবহিকতা বজায় রাখারও প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন মুশফিক। নিউজিল্যান্ড সফরে চোটের ফলে সিরিজের শেষ টেস্ট থেকে ছিটকে যাওয়া তিন ক্রিকেটার মুশফিক, ইমরুল ও মুমিনুল দলকে শক্তিশালী করতে ফিরেছেন স্কোয়াডে।
১ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে