শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫, ০৮:১২:৪৬

অবসর ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে আজ যা বললেন জহির খান

অবসর ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে আজ যা বললেন জহির খান

স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ারে বার বার ইনজুরিতে পড়েছেন ভারতীয় পেসার জহির খান। তবে প্রতিবারই ঘুরে দাঁড়িয়ে মাঠে ফিরেছেন তিনি। তবে শেষ পর্যন্ত সেই ইনজুরি আর বয়সের কাছে হার মেনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের অন্যতম সেরা এ পেসার। গতকালই ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করেছেন তিনি। নিজের ক্যারিয়ার, অবসর, ভবিষ্যত পারিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে ভারতীয় একটি ওয়েবসাইটের সঙ্গে কথা বলেছেন এ স্পিড স্টার। পাঠকদের উদ্দেশ্যে তা তুলে ধরা হলো- অবসর ভাবনা যখন দেখলাম সবকিছু শেষ হয়ে আসছে তখনই মৌসুমের জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম। আমি কেবলমাত্র সিদ্ধান্তটা ঘোষণার অপেক্ষায় ছিলাম। এটা অত্যন্ত পরিস্কার ছিল যে, অবসর নেয়ার জন্য এটাই আমার সঠিক সময়। বোলার জহির থেকে কোচ জহির? এখনই এটা বলার সময় আসেনি। তবে যে কোনভাবেই হোক আমি ক্রিকেটের সঙ্গে জড়িত থাকতে চেষ্টা করবো। খেলাটির সঙ্গে সংশ্লিষ্ট থাকতে আপনি অনেক কিছুই করতে পারেন। অতএব, দেখবো ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট থাকতে আমার জন্য সেরা পন্থা কোনটি। একটা ইংলিশ কাউন্টি স্টিন্ট বর্তমান ফাস্ট বোলারদের জন্য সহায়ক হতে পারে? ব্যক্তিগতভাবে আমি সব সময়ই একটা জিনিস বিশ্বাস করি তা হলো, আপনি যত বেশি বোলিং করবেন আপনি তত বেশি ভালো ছন্দে থাকবেন এবং আপনার শরীরও ফিট থাকবে। এটা বিবেচনায় রেখে আমি সব সময়ই অনেক বেশি ম্যাচ খেলার ওপর জোর দিতাম। আপনি কিভাবে বোলারদের সামালাবেন? আমার পুরো ক্যারিয়ারেই আমি সহায়তা দিয়ে আসছি। যে ধরনের পরামর্শই চাওয়া হোক আমি সাহায্য করে আসছি। কখনোই আমি তাদের দূরে ঠেলে দেইনি এবং আমার ভাবনাগুলো শেয়ার করেছি। সময়ের প্রয়োজনে আমি সেটা করবো। ক্যারিয়ারে বার বার ইনজুরির সঙ্গে আপনি কিভাবে মানিয়ে নিয়েছেন? একটি মূর্ত বিষয় হচ্ছে- নিয়ন্ত্রণযোগ্য অবস্থাতেই নিয়ন্ত্রণ। আপনি যখন এ অবস্থার মধ্যে থাকবেন। ইনজুরিতে পড়লে প্রকৃতপক্ষে কোন ব্যক্তিই খুশি হয় না। আপনি যখন পুরো প্রক্রিয়ার মধ্যদিয়ে যাবেন, খেলা থেকে দূরে থাকাটা সত্যিকারভাবেই অত্যন্ত হতাশার। আপনাকে কেবলমাত্র সবকিছুকেই আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে এবং নিয়ন্ত্রণ অবস্থাকে নিয়ন্ত্রণ করতে হবে, সঠিক কাজটি করতে হবে এবং ফেরার সময় শতভাগ নয় একশ’ বিশ ভাগ ফিট সেটা নিশ্চিত করতে হবে। কোচিংয়ের মাধ্যমে একজন ফাস্ট বোলারের ভিন্নতা আনা সম্ভব? আমার বেলায় এটা বছরের পর বছর ঘটেছে। আমি যত বেশি খেলেছি এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি। অভিজ্ঞতার কারণে একজন বোলার হিসেবে আমার উন্নতি ঘটেছে। আমার রান-আপ কমানোর জন্য অনেকে পরামর্শ দিয়েছেন। মূলত আমি এটা ঘরোয়া ক্রিকেটে করতে পারতাম এবং সত্যিই কাউন্টি ক্রিকেট খেলার সময় করেছি। সেখানে আমি রান-আপ কমানোর সুযোগ পেয়েছি এবং লাইন-লেন্থ অনেক বেশি নিয়ন্ত্রণ করেছি। আমি মনে করি ব্যক্তিগতভাবে প্রত্যেক ব্যক্তিই তার সেরা কোচ। একজন ভারতীয় ফাস্ট বোরার হওয়ার চাপ আপনি কিভাবে সামলাতেন? আমি কেবলমাত্র প্রক্রিয়াটাকে উপভোগ করেছি। মাঠে নেমে যেভাবেই পারি আমি ব্রেক-থ্রো আনতাম এবং মাঠের বাইরে আপনি কেবলমাত্র সেরাটা দিতে চেষ্টা করুন। পেস, দক্ষতা এবং ফিটনেস প্রাধান্যের দিক থেকে কোনটি আগে? সবকিছুর সমন্বয়েই এটা হতে হবে। আপনি কেবলমাত্র এভাবে উল্লেখ করতে পারবেন না। সববিষয়ই গুরুত্বপূর্ণ এবং নির্ভর করে অবস্থার ওপর। আপনি কোন্্ ধরনের উইকেটে খেলছেন, তার সঙ্গে মিলিয়ে নিতে হবে। আমি মনে করি আপনি বয়সে যখন তরুণ থাকবেন আপনার একমাত্র লক্ষ্য হওয়া উচিত যতো দ্রুত বল করা যায়। তখনো আপনার বোলিং মাংসপেশী বাড়তে থাকে। অতএব, গতির জন্য এটাই আপনার সঠিক সময়। আপনি যতো বেশি খেলবেন এবং যখন আপনার শরীর সম্পর্কে আরো বেশি জানবেন তখনই অন্য বিষয়গুলো চিহ্নিত করতে সক্ষম হবেন। অনুশীলনের জন্য আপনি ফ্রান্সকে বেছে নিয়েছিলেন কেনো বা অনুশীলনের জন্য সেখানে কি বেশি সুযোগ সুবিধা ছিলো? আমার মনে হয়েছে এটা এমন একটি বিষয় যা আমি করতে চেয়েছিলাম। আমি দেশের বাইরে নির্জন কোন স্থানে অনুশীলন করতে চেয়েছিলাম। অতএব, এমন চিন্তা করেই আমি ফ্রান্স গিয়েছিলাম। আমাকে সেখানে একনিষ্ঠভাবে অনুশীলন করতে হয়েছে। আমার মনে হয়েছিল সেটা আমার শেষ করা দরকার, আমার কিছু শক্তি দরকার বলেও অনুভব করেছিলাম। ২০০৩ বিশ্বকাপ ফাইনাল না ১০০ টেস্ট ম্যাচ কোনটির জন্য হতাশা আছে? একটির জন্যও নয়। আমার সকল অভিজ্ঞতাই ভালো শিক্ষার অংশ। প্রকৃতপক্ষে ২০০৩ ফাইনাল আমাকে ২০১১ ফাইনালের জন্য আরো ভালোভাবে প্রস্তুতি নিতে সাহায্য করেছে। অতএব, সবকিছুরই একটা কারণ আছে এবং একজন ক্রিকেটার হিসেবে আপনাকে এটা মূল্যায়ন করতে হবে। কোন কিছুতেই আমি পরিবর্তন আনতে চাই না। অভিজ্ঞতা আমাকে অনেক শিখিয়েছে। গ্রায়েম স্মিথ অথবা সাঙ্গাকারা কার বিপক্ষে বোলিং করাটা আপনি উপভোগ করতেন? উভয়েই অসাধারণ খেলোয়াড়। তাদের যেমন আছে চমৎকার রেকর্ড এবং সর্বোচ্চ পর্যায়ে তারা নিজেদের প্রমাণ করেছেন। অবশ্যই সাঙ্গার চেয়ে স্মিথের বিপক্ষে অধিক সাফল্য আমি উপভোগ করেছি। তবে একই সঙ্গে ডান-বাম উভয় ব্যাটসম্যানের বিপক্ষে বোলিং করাটাই আমি উপভোগ করেছি। যে কোন ব্যাটসম্যানের বিপক্ষে বোলিংয়ের চ্যালেঞ্জটা আমি সবসময় উপভোগ করেছি। ফিল্ডিংয়ের সঙ্গে একজন ফাস্ট বোলারের সম্পর্ক পুরো ক্যারিয়ারেই আমি নিজকে যথেষ্ট নিরাপদ একজন ফিল্ডার হিসেবে বিবেচনা করেছি। বাসস ১৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে