বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৭, ০৮:১২:৪৪

ভারতকেও ছাড় না দিয়ে কথা বললেন হাথুরুসিংহ

ভারতকেও ছাড় না দিয়ে কথা বললেন হাথুরুসিংহ

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড সফরে কঠিন সময় কাটানোর পর এবার বাংলাদেশ ক্রিকেট দলের গন্তব্য ভারত। টেস্ট স্ট্যাটাস পাওয়ার দীর্ঘ ১৭ বছর পর ভারতের মাটিতে টাইগারদের দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ।

কন্ডিশনে ভিন্নতা না থাকলেও এ সফরটিতে মোটেও টাইগারদের জন্য সহজ হবে না তা মানছেন স্বয়ং টাইগার কোচ চান্ডিকা হাথুরুসিংহে নিজেই। কিন্তু ভারতকেও সার না দিয়ে কথা বলেননি টাইগারদের কোচ হাথুরুসিংহে।

ভারত সফরে টাইগারদের ভালো কিছু করার জন্য দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানদের। বগত সফরগুলোর মতো ভুল না করে এ সফরে নিজেদের সেরাটা দিতে পারলে তবেই ভালো কিছু করা যাবে বলে ইঙ্গিত দেন সাবেক লংকান এ ক্রিকেটার।

ব্যাটসম্যানদের মাইন্ড সেট ও শট নির্বাচনের ব্যাপারে গুরুত্ব দিয়ে বুধবার সংবাদ সম্মেলনে ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং হবে। কাজটা সহজ নয়। মাইন্ড সেট ও শট নির্বাচনের ব্যাপার।

ওখানে একটি প্রস্তুতি ম্যাচ আছে আমাদের, কিছু অনুশীলন সেশন। যতটা পারা যায় প্রস্তুত হওয়ার চেষ্টা করবো আমরা। কিন্তু ব্যাপারটা হলো- ভারতের কন্ডিশন অনেকটাই বাংলাদেশের মতো। আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে।

ভারতকে সার দিয়ে না ব্যাটসম্যানদের শক্ত হাতে ভারতীয় স্পিনারদের মোকাবেলা করতে হবে বলে ছাত্রদের হুশিয়ারও দিয়ে রাখেন এসময় হাথুরু। ভারতের বিশ্বমানের স্পিনার আছে, পিঁছিয়ে নেই বাংলাদেশও। তাই ভারত সফর নিয়ে আত্মবিশ্বাসী জাতীয় দলের কোচ।

শিষ্যদের প্রশংসা করে এসময় তিনি বলেন, তাদের অনেক ভালো সব স্পিনার আছে। অশ্বিন অনেক অভিজ্ঞ, র‍্যাংকিংয়ের এক নম্বর বোলার। আরও দুজন ভালো স্পিনার। তবে তার মানে এই নয় যে আমাদের স্পিনাররা ভালো নয়। আমাদের ওরাও স্কিলফুল। আমাদের সাকিব আল হাসান আছে, মিরাজ ও তাইজুল আছে, ওরা টেস্ট ক্রিকেটে দারুণ করেছে। হ্যাঁ, ওরা বেশি অভিজ্ঞ। তার মানে এই নয় আমরা পিছিয়ে।

সেই সাথে ভারত সফরেবাংলাদেশ ক্রিকেট দলের নজর ভালো খেলে জয় ছিনিয়ে আনার দিকে উল্লেখ করে তিনি জানান, স্বাভাবিকভাবেই জিতলে অবশ্যই ভালো লাগবে আমাদের। তবে ভারত সফরে গিয়ে খেলাটা খুব কঠিন। দেশের মাটিতে ওরা দারুণ দল। রেকর্ডই সেটি বলছে। তবে আমরাও আত্মবিশ্বাসী যে ভালো লড়াই করতে পারবো। কারণ টেস্টেও আমরা প্রতিনিয়ত উন্নতি করছি।
০২ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে