বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৭, ০৮:২৮:১৩

ভারত যাওয়ার আগে যা বললেন তাসকিন-মিরাজরা

ভারত যাওয়ার আগে যা বললেন তাসকিন-মিরাজরা

স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে স্বাগতিকদের বিপক্ষে খেলতে পার্শ্ববর্তী দেশ ভারতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৯ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে সফরের একমাত্র টেস্ট।

সফরে বাংলাদেশ দলের অন্যতম অংশ মেহেদী হাসান মিরাজ বৃহস্পতিবার ভারতের বিমানে চড়ার আগে সাংবাদিকদের সাথে কথা বলেন।

আলাপকালে মিরাজ বলেন, সফরে তার অন্যতম লক্ষ্য ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের কাছ থেকে বোলিংয়ের ব্যাপারে টিপস নেওয়া।

অশ্বিনকে বিশ্বমানের ক্রিকেটার আখ্যা দিয়ে মিরাজ বলেন, ‘অশ্বিন বিশ্বমানের ক্রিকেটার। আমার লক্ষ্য থাকবে খেলা শেষে ওর সঙ্গে কথা বলে কিছু টিপস নেওয়ার জন্য। আর ও ম্যাচে খেললে কিভাবে বোলিং করে তা কাছে থেকেই দেখতে পারবো। সে অভিজ্ঞতা আমার জন্য অনেক কাজে লাগবে।

সর্বশেষ নিউজিল্যান্ড সফরে বল হাতে বাংলাদেশ দল তেমন সুবিধা করতে না পারলেও ভারতের বিপক্ষে স্পিনাররাই ছড়ি ঘোরাবেন বলে মনে করছেন অলরাউন্ডার মিরাজ, ‘আমার মনে হয় ভারতে স্পিনাররা সহয়তা পাবে। আমাদের দলে অনেক ভালো অভিজ্ঞ স্পিনার আছে।

তাইজুল ভাই আছে, সাকিব ভাই আছে। আর আমিও ভালো করছি ইনশাআল্লাহ। তবে ওইখানে আমাদের আরও ধারাবাহিক হতে হবে। ওদের অনেক ভালো ব্যাটসম্যান আছে। তবে আমরা যদি ভালো জায়গায় বল করতে পারি, তাহলে ভালো কিছু করা সম্ভব।

এদিকে, নিউজিল্যান্ড সফরে টেস্ট অভিষেক হওয়া বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ সুযোগ পেলে স্মরণীয় কিছু করতে চান, শতভাগ দেব, উইকেট পাওয়া তো কপালের ব্যাপার। কন্ডিশন অনুযায়ী ভাল বল করার চেষ্টা করব। ভাল জায়গায় বল করলে উইকেট পাওয়াও সম্ভব। ইনশাল্লাহ ভাল কিছুই হবে। সুযোগ পেলে স্মরণীয় কিছু করার চেষ্টা করব।

ডানহাতি এই পেসার এমন কিছু স্পেল করতে চান যা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। যেন ভাল কিছু করতে পারি। চেষ্টা করব এমন কিছু স্পেল করার, যে স্পেলে ম্যাচ ঘুরতে পারে। এটা অনেক বড় টেস্ট। সেরাটা দিব এবং সুস্থ্যভাবে দেশে ফিরে আসতে চেষ্টা করব
০২ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে