বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৭, ১০:১৬:২০

সুরেশ রায়নার ছক্কার বলে আহত ৬ বছরের এক শিশু

সুরেশ রায়নার ছক্কার বলে আহত ৬ বছরের এক শিশু

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নার ছক্কায় আহত হলো ছয় বছরের এক শিশু। গতকাল বুধবার ভারতের চিন্নাস্বামী স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। তবে আহত হলেও চিকিৎসা শেষে বাকি ম্যাচটা দেখতে নাছোড় সতীশ নামে শিশুটি ফিরে আসে স্ট্যান্ডে।

ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি দেখতে এসেছিল ওই শিশু। রায়নার ব্যাট থেকে উড়ে আসা বল আছড়ে পড়ে তার বাম উরুতে। সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই অবশ্য প্রাথমিক চিকিৎসায় সেরে যায় শিশুটি।

চিকিৎসক ম্যাথু চ্যান্ডি বলেছেন, ছেলেটির বাম উরুতে বল এসে পড়েছিল। তাকে কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হয়।

ও উরুতে ব্যাথা বোধ করছিল। প্রাথমিক চিকিৎসার ১০ মিনিট পরেই শিশুটি জেদ ধরে যে, সে খেলা দেখবে। এজন্য তাকে ছেড়ে দিতে বলে। তার সেই আবদার মেনে নেন চিকিৎসক। ড. চ্যান্ডি বলেছেন, ভাগ্যিস বলটা ওর মাথায় বা ঘাড়ে লাগেনি। লাগলে মারাত্মক ঘটনা ঘটতে পারত।
০২ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে