শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৭, ০৯:৩৫:৫১

ছিটকে গেলেন কিলার মিলার

ছিটকে গেলেন কিলার মিলার

স্পোর্টস ডেস্ক: ছিটকেই গেলেন দল থেকে। নিজের শেষ তিন ওয়ানডে ইনিংসে দুটি অপরাজিত সেঞ্চুরি করেছেন। সেই ডেভিড মিলারকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি ম্যাচগুলোতে আর পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। আঙুলের চোটে হার্ডহিটার এই ব্যাটসম্যানের সিরিজ শেষ হয়ে গেছে।

ডারবানের কিংসমেডে গত বুধবার দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় চোট পান মিলার। শ্রীলঙ্কার ইনিংসের অষ্টম ওভারে একটি ডাইভিং ক্যাচ নিতে গিয়ে ডান হাতের আঙুলে চোট পান। বাকি ইনিংসে আর ফিল্ডিংয়ে নামতে পারেননি। সেরে উঠতে কমপক্ষে ৭ থেকে ১০ দিন সময় লাগবে।

কিংসমেডে এর আগে মিলার ব্যাট হাতে ঝড় তুলেছিলেন। ৯৮ বলে অপরাজিত ১১৭ রানের ইনিংস খেলার পথে আরেক সেঞ্চুরিয়ান ফাফ ডু প্লেসির সঙ্গে পঞ্চম উইকেটে গড়েন ১১৭ রানের জুটি। দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ৩০৭ রান। যেটি পরে তাদের ১২১ রানের বড় জয় এনে দেয়।

এখনো মিলারের বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। প্রথম দুই ম্যাচ জিতে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। শনিবার জোহানেসবার্গে হবে তৃতীয় ওয়ানডে। ৭ ও ১০ ফেব্রুয়ারি পরের দুই ম্যাচ কেপ টাউন ও সেঞ্চুরিয়নে।
৩ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে