শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৭, ০৯:৫৩:১০

হায়দরাবাদে মুশফিকরা

হায়দরাবাদে মুশফিকরা

স্পোর্টস ডেস্ক: সাত ঘন্টা ভ্রমণের পর লম্বা পথ পাড়ি দিয়ে বৃহষ্পতিবার বিকালে ভারত পৌঁছেছে ১৫ সদস্যের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

ভারত জাতীয় দলের বিপক্ষে দ্বিপাক্ষিক একটি টেস্টে ম্যাচ খেলতে বৃহষ্পতিবার সকালে দেশ ছাড়েন মুশফিক-রিয়াদরা। কলকাতা পৌঁছানোর পর ৩ ঘন্টার ট্রানজিট শেষে হায়দরাবাদের বিমানে চড়েন জাতীয় দলের ক্রিকেটাররা। অবশেষে স্থানীয় সময় বিকাল ৫.০০ মিনিটে গন্তব্যস্থল হায়দরাবাদে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল।

ভারত সফরে বাংলাদেশ ক্রিকেট দলের ঠিকানা আপাতত হায়দরাবাদের তাজ ডেকান হোটেল। এ সিরিজকে সামনে রেখে দুই ক্রিকেট বোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী প্রস্তুতি ম্যাচের আগে শুক্রবার ও শনিবার দু’দিন হায়দরাবাদে অনুশীলন করবে টাইগাররা। এরপর ভারত এ দলের বিপক্ষে ফেব্রুয়ারির ৫ তারিখ থেকে শুরু হওয়া সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে লড়বে বাংলাদেশ। সর্বশেষ ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভারতের মাটিতে দু’দলের মধ্যকার বহুল প্রতীক্ষিত সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি। ঐতিহাসিক এ টেস্ট ম্যাচের সবাক্ষী হয়ে থাকবে শহরের রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

ভারত সফরের বাংলাদেশ স্কোয়াডঃ মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন কুমার দাস, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, শুভাশিষ রায়।
৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে