শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৭, ১০:৫৫:১২

টাইগার মুশফিকের মন্তব্যে গোটা ভারতে তোলপাড়, রাগে জ্বলছে ভারতীয় মিডিয়া

টাইগার মুশফিকের মন্তব্যে গোটা ভারতে তোলপাড়, রাগে জ্বলছে ভারতীয় মিডিয়া

স্পোর্টস ডেস্ক: মুশফিকের মন্তব্য নিয়ে ভারত জুড়ে তোলপাড়। রাগে উত্তপ্ত ভারতের মিডিয়া। ভারতের বিপক্ষে ভারতেরই মাটিতে প্রথম টেস্ট খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে হায়দরাবাদে। এই ম্যাচ খেলার জন্য দেশ ছাড়ার আগে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম বলে গেছেন যে, ভারতের বিপক্ষে টেস্টটি অন্য যে কোনো ম্যাচের মতোই।

জিম্বাবুয়ের বিপক্ষে যেমন চাপ থেকে, এখানেও তেমনই। মুশফিকের এই মন্তব্যকেই ভারতের একটি সংবাদ মাধ্যম ‘ভারতকে অপমান’ বলে উল্লেখ করেছে! ভারতের এই সংবাদ মাধ্যমটিতেই মুশফিকের মন্তব্য বিকৃত করে উপস্থাপন করা হয়েছে।

দেশ ছাড়ার আগে এ সংক্রান্ত প্রশ্নে মুশফিক যা বলেছিলেন তা হুবহু এখানে তুলে ধরা হলো, ‘আমি একটু অবাকই হই। একজন খেলোয়াড় হিসেবে আমি এ রকম কিছুতে বিশ্বাস করি না। জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট খেললে এর চেয়ে বেশি চাপ থাকে। কারণ আমরা যদি জিম্বাবুয়ের সঙ্গে হারি, তার চেয়ে বড় লজ্জার আর কিছু হবে না। আর জিতলে কোনো কৃতিত্ব থাকবে না।

কারণ তাদের বিপক্ষে সবাই আশা করে যে আমরাই জিতবো। পক্ষান্তরে ভারত এমন এক দল, যাদের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই। যদিও তারা এক নম্বর দল, তারপরও আমরা এটা বলছি না যে, সেখানে যাবো আর হেরে যাবো। সেখানে গিয়ে নিজেদের প্রমাণ করার এবং ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়ার অনেক কিছু আছে। আমার মনে হয়, পাঁচ বছর আগের চেয়ে এখন আমাদের ভারতে ভালো খেলার সুযোগ বেশি।

আমাদের এই দলটা ভারতে গিয়ে কেমন করতে পারে, সেটা বিশ্ব ক্রিকেটকে জানানোর ইচ্ছা আছে। সে দিক থেকে বলবো যে আমরা ম্যাচটি নিয়ে রোমাঞ্চিত। কিন্তু একটাই টেস্ট, ১৭ বছর পর খেলা; এ ধরনের কোনো চিন্তা আমার মাথায় কখনো আসেনি। এটা সাধারণ একটা টেস্ট ম্যাচ। এখানে আমরা এমন পারফর্ম করতে চাই, যাতে ভারত আমাদের বারবার আমন্ত্রণ জানায়।’

এই হলো ‘ঐতিহাসিক টেস্ট’ প্রসঙ্গে মুশফিকের হুবহু মন্তব্য। এই মন্তব্যে ভারতকে অপমান করার মতো কিছু আছে কিনা, সেটা সহজেই বোঝা যাচ্ছে।

এর আগে মুশফিকের একটি টুইট নিয়েও ভারতীয় সংবাদ মাধ্যমের আপত্তিকর অবস্থান চোখে পড়েছিলো। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের কাছে ভারতের হারের পর ক্যারিবীয়দের অভিনন্দন জানিয়েছিলেন মুশফিক। সেটিকেই মুশফিকের ‘ভারত বিদ্বেষ’ বলে প্রচারণা করা হয়েছিলো!

এ ছাড়া তাসকিনের একটি ছবি নিয়েও ভারতীয় সংবাদ মাধ্যমে নানা কুরুচিপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছিলো। কোনো একজন সমর্থক তাসকিনের হাতে ধোনির কাটা মুণ্ডু ধরিয়ে একটি ছবি গ্রাফিক্স করেছিলো। ভারতীয় সংবাদ মাধ্যম তার দায় চাপানোর চেষ্টা করেছিলো পুরো বাংলাদেশের উপর!

ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্টের আগে পরিস্থিতি উত্তপ্ত করতে তুলতেই ভারতের গণমাধ্যমের এমন ভূমিকা বলে মনে হচ্ছে। সেটা হলেই বরং ভালো, এতে হায়দরাবাদে সম্ভাব্য সবচেয়ে ভালো কিছু করতেই মুখিয়ে থাকবেন মুশফিকরা!
৩ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে