শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৭, ০৪:২৪:৪২

বাংলাদেশে বসছে বিশ্বকাপের ৪র্থ আসর

বাংলাদেশে বসছে বিশ্বকাপের ৪র্থ আসর

স্পোর্টস ডেস্ক: নিরাপত্তা শঙ্কায় রোলবল বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ক্যানাডা, যুক্তরাষ্ট্রসহ ১৮টি দেশ। এখন পর্যন্ত অংশগ্রহণ নিশ্চিত করেছে ৩৭টি দেশ। ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে বসছে রোলবল বিশ্বকাপের ৪র্থ আসর।

রোলবল বিশ্বকাপের জন্য প্রস্তুত বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন। আয়োজনকে ঘিরে অবকাঠামোখাতে ব্যয় হয়েছে ১৮ কোটি টাকা। আয়োজনে সীমাবদ্ধ না থেকে শক্তিশালী দল গঠনেও তৎপর স্বাগতিকরা। তিন বিদেশী কোচের অধীনে চলতে প্রস্তুতি।

রোলবল বিশ্বকাপের গত আসরে খেলেছিলো ৩২টি দেশ। এবার আরো বৃহৎ আকারে আয়োজনের পরিকল্পনা। আমন্ত্রণ জানানো হয়েছে ৫৫ দেশকে।

নিরাপত্তার অজুহাতে ওয়াল্ড হকির পর রোলবল বিশ্বকাপেও খেলতে আসছে না ক্যানাডা। মুখ ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র, জাপানসহ বেশ কয়েকটি দেশ।

গত আসরে সপ্তম হয়েছিলো বাংলাদেশ। ঘরের মাঠে চতুর্থ রোলবল বিশ্বকাপে ভাল করার পাশাপাশি সফল আয়োজনের চ্যালেঞ্জ স্বাগতিকদের।
০৩ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে