শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৭, ০৫:৩১:০২

যিনি কলেজের মুখ দেখেননি সেই বিরাটই আজ বিশ্বসেরা

যিনি কলেজের মুখ দেখেননি সেই বিরাটই আজ বিশ্বসেরা

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের হয়ে একের পর সম্মানের তাজ জিতেছেন এই তারকা ক্রিকেটাররা। তবে মাঠের বাইরে শিক্ষাগত যোগ্যতায় অনেকেই কম যান না, উজ্জ্বল তাঁরা বই পত্তরের দুনিয়াতেও...

বিরাট কোহলি মাঠে রাজকীয় ঔদ্ধত্যে অনেককেই কাত করেছেন। বিশাল ভারতী পাবলিক স্কুলে পড়তেন বিরাট। ক্রিকেট অনুশীলন করতেন পশ্চিম বিহারে।

স্কুল থেকে পশ্চিম বিহার অনেকটাই দূরে হওয়ায়, তিনি পরে সেভিয়ার কনভেন্ট স্কুলে ট্রান্সফার নিয়ে নেন। সেখানেই উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হন তিনি।

বর্তমানে তার খেলার ফর্ম দেখে বলা যায় যে, যিনি কলেজের মুখ দেখেননি, সেই তিনিই আজ বিশ্বসেরা ব্যাটসম্যান।

উল্লেখ্য, আইসিসির সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি রয়েছেন শীর্ষস্থানে। তবে টি-টোয়েন্টিতে শীর্ষে, টেস্টে দ্বিতীয় এবং ওয়ানডেতে তিনি রয়েছেন তৃতীয় স্থানে।
০৩ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে