শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫, ০৭:১৭:৫৫

ফের ভারতের কোচ হতে পারেন গ্যারি কারস্টেন!

ফের ভারতের কোচ হতে পারেন গ্যারি কারস্টেন!

স্পোর্টস ডেস্ক : ২০০৮ থেকে ১১ দায়িত্বে ছিলেন৷‌ তার কোচিংয়েই ঘরের মাঠে ভারত জিতেছিল একদিনের বিশ্বকাপ৷‌ সাফল্য এসেছে পাঁচদিনের ক্রিকেটেও৷‌ আবার কি ভারতের কোচ হিসেবে দেখা যেতে পারে গ্যারি কারস্টেনকে? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷‌ এই বিষয় নিয়ে বিসিসিআই-এর তরফে যোগাযোগও করা হয়েছে কারস্টেনের সঙ্গে৷‌ দক্ষিণ আফ্রিকার কোচ নিজেই জানিয়েছেন এই কথা৷‌ সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কারস্টেন বলেছেন, ‘বিসিসিআই-এর থেকে একটা-দুটো ফোন পেয়েছি৷‌ তবে ভারতের কোচ হওয়া নিয়ে এই মুহূর্তে আমি কোনও সিদ্ধান্ত নেওয়ার জায়গায় নেই৷‌’ তবে কারস্টেন কিন্তু সটান নাও বলে দেননি৷‌ তার সাফ কথা, ‘জীবনে সবকিছুই সম্ভব৷‌ কোনও কিছুই একেবারে উড়িয়ে দেওয়া যায় না৷‌ আমি এভাবেই পথ চলতে অভ্যস্ত৷‌ সবদিক বিচার না করে কোনও কিছু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিই না৷‌’ এই সাক্ষাৎকারে মহেন্দ্র সিং ধোনিকে নিয়েও মুখ খুলেছেন ভারতের প্রাক্তন প্রশিক্ষক৷‌ চারিদিকে ধোনির সমালোচনা শুনে বিরক্ত তিনি৷‌ বলেন, ‘ধোনির জায়গা নেওয়ার মতো কেউ আছে এই মুহূর্তে? আমার তো মনে হয় না৷‌ একদিনের ম্যাচে ধোনির ব্যাটিং গড় কত? ৫২-র বেশি৷‌ একদিনের ক্রিকেটে এত গড় কোনও ব্যাটসম্যানের আছে? কিছুতেই বুঝতে পারছি না, কেন ধোনির এত সমালোচনা হচ্ছে? ধোনি ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার৷‌’ ১৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে