শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫, ১০:৫২:৫৬

ইংলিশদের বিরুদ্ধে পাকিস্তানের গোপন পরিকল্পনা!

ইংলিশদের বিরুদ্ধে পাকিস্তানের গোপন পরিকল্পনা!

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে মুখোমুখি হয়েছে দুই পক্ষ। খেলার মাঠে দেখা গেল দুই পক্ষের সমান দাপট। দাপুটে পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে ইংল্যান্ড। বাঘে বাঘে লড়াইয়ের চিত্র আবুধাবিতে। এই ম্যাচের রহস্য নিয়ে মুখ খুলেছে খোদ পাকিস্তানের ক্রিকেট বোর্ড। আর সেখানে উঠে এল ইংলিশদের বিরুদ্ধে পাকিস্তানের গোপন পরিকল্পনার বিষয়! পিসিবির ম্যানেজার ইন্তিখাব আলম কথা বলেন দুই দেশের লড়াই প্রসঙ্গে। গোপন পরিকল্পনার হয়তো কিছুটা হলেও ফাঁস! আর সেটা হলো প্রথম টেস্টে পাকিস্তান নাকি পরীক্ষামূলকভাবে ভালো বোলারদের একাদশে নেয়নি। ইয়াসির শাহ ও বেলাল আসিফকে একাদশের বাইরে রাখে পাকিস্তান। দ্বিতীয় টেস্টে তাদের নাকি একাদশে নেয়া হবে। ইন্তিখাব বলেন, ইয়াসিরকে মিস করেছি, কারণ ও এই পিচের জন্য সে আদর্শ। তিনি বলেন, দ্বিতীয় টেস্টের জন্য সে ফিট ও ম্যাচ জেতার জন্য যথেষ্ট। স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ বলেন, ইয়াসিরকে মিস করছি আমরা। তাদের কথায় ‘দ্বিতীয় টেস্টে ইয়াসির যে মাঠে নামছেন সেটা অনেকটা পরিস্কার’। তবে পাকিস্তানের গোপন পরিকল্পনায় আরো থাকতে পারেন সাঈদ আজমল। ইংলিশদের বিরুদ্ধে সব সময় সফল ছিলেন তিনি। তাকেও একাদশে নিতে পারে পাকিস্তান। প্রথম টেস্ট শতভাগ ড্র হওয়ার পথে। আর পিসিবি কর্মকর্তাদের ভাষ্য মতে বলা যায়, দ্বিতীয় টেস্টে বড় পরিবর্তণ নিয়ে মাঠে নামবে পাকিস্তান। ১৭ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে