শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫, ১১:৪৫:০৫

মাশরাফির জিম্বাবুয়ে সিরিজ ও বিপিএল কি শেষ?

মাশরাফির জিম্বাবুয়ে সিরিজ ও বিপিএল কি শেষ?

স্পোর্টস ডেস্ক : মাশরাফি বিন মতুর্জাকে নিয়ে আগ্রহ ও কৌতূহল এখন সবার। প্রায় দশ দিন ধরে অসুস্থ রয়েছেন মাশরাফি বিন মতুর্জা। তার জিম্বাবুয়ে সিরিজ ও বিপিএল খেলা নিয়ে জাগছে শঙ্কা! গত ৮ অক্টোবর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। বাসায় ফিরলেও সুস্থ হতে পারেননি মাশরাফি বিন মতুর্জা। বিসিবির চিকিৎসক দেবাশিষ বিশ্বাস জানান, তাকে সুস্থ হতে আরো সময় নিতে হবে। বাসায় বিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে কথন তিনি পুরোপুরি সুস্থ হবেন, এরপরে খেলার মাঠে ফিরবেন এটা সম্পূর্ণ অনিশ্চিত। মাশরাফির জিম্বাবুয়ে সিরিজ ও বিপিএল কি শেষ? এখন এই শঙ্কা জাগছে। জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশের নেতৃত্ব দিবেন মাশরাফি। একই সাথে বিপিএলে কুমিল্লাহ দলেরও। এখনই অনুশীলন মাঠে ফেরার সময় মাশরাফির। কিন্ত তাকে থাকতে বলা হয়েছে বিছানায়। পুরোপুরি ফিট ও সুস্থ না হলে কাউকে মাঠে নামাবে না বিসিবি। সে হিসাবে দ্রুত সুস্থ হওয়া প্রয়োজন মাশরাফির। মাশরাফির জন্য এখন কোটি কোটি ভক্ত তার সুস্থতাই কামনা করবেন। কিন্তু মাশরাফি বীরের মত কবে ফিরবেন অনুশীলনে সে বিষয়টিই এখন সবার মননে। ১৭ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে