শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫, ১২:১৮:১০

সফর বাতিলে বাংলাদেশকে ক্ষতিপূরণ হিসাবে যা দেবে অস্ট্রেলিয়া

সফর বাতিলে বাংলাদেশকে ক্ষতিপূরণ হিসাবে যা দেবে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগে বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও সিদ্ধান্ত পাল্টায় অস্ট্রেলিয়া। তবে এবার পুরোপুরি ইতিবাচক অস্ট্রেলিয়া। এখন বাংলাদেশ সফরে আসতে কোনো আপত্ত্বি নেই তাদের। আইসিসি মিটিংয়ে অস্ট্রেলিয়া বাংলাদেশের ক্রিকেট টিমের প্রশংসা করেছে। সফরে না আসার জন্য দুঃখও প্রকাশ করেন অসি বোর্ডের কর্মকর্তারা। তবে এবার তারা জানালেন নতুন কিছুই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানান এই প্রসঙ্গ। তিনি বলেছেন, সফর বাতিল করায় অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড ক্ষতি পূরণ দিতেও রাজি হয়েছে। এই কথার ব্যাখ্যায় পাপান বলেন, এর আগে টেস্ট সিরিজ খেলার কথা থাকলেও এখন এর সাথে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট যোগ করবে তারা। তবে কখন অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসবে এ বিষয়টি জানাতে নীরব অস্ট্রেলিয়া। বিসিবি সভাপতি জানান, অস্ট্রেলিয়া ব্যস্ত সিডিউলের মধ্যে দিয়েই বাংলাদেশ সফরে আসার সিদ্ধান্ত নেবে। যত দ্রুত সম্ভব তত দ্রুত সময়ে বাংলাদেশে আসতে চায় অসিরা। ১৭ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে