শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫, ০১:১৫:৩২

সাকিবের বিপিএল খেলা নিয়ে হট্টগোল, এখন কি করবে বিসিবি?

সাকিবের বিপিএল খেলা নিয়ে হট্টগোল, এখন কি করবে বিসিবি?

স্পোর্টস ডেস্ক : সময় ঘনিয়ে আসছে জমজমাট আসর, বাংলাদেশ প্রিমিয়ার লিগের। আর মাত্র এক মাস বাকি এই আসর মাঠে গড়ানোর। তবে আসর মাঠে গড়ানোর আগে সাকিবকে নিয়ে বিসিবিতে হ্ট্টগোল। সাকিব আল হাসানকে নিয়ে বেশ চিন্তায় পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষও। সাকিব আল হাসান বর্তমানে দেশের বাইরে রয়েছেন। যুক্তরাষ্ট্রে থাকা সাকিব আল হাসানকে সেখানে থেকেই শুনতে হবে এই খবর। মূল প্রসঙ্গ হলো, তাকে দলে ভেড়াতে চায় প্রত্যেকটি টিম। ভারতের আইপিএল, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, শ্রীলঙ্কার শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ ও ইংল্যান্ডের কাউন্টি খেলা সাকিব বেশ অভিজ্ঞ। বিপিএলে এর আগে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। এই আসরে অংশ নেয়া যে কোনো ক্রিকেটারের চেয়ে সাকিব এগিয়ে। যেমন ব্যাটে তেমন বলে জ্বলে উঠতে জানার অভ্যাস থাকায় সাকিবকে নিয়ে দলগুলোর মধ্যে রীতিমত হট্টগোলের সৃষ্টি হয়। এখন তাকে নিয়ে ভিন্ন চিন্তায় বিসিবি। অর্থাৎ তাকে নিলামে তুলতে চায় বিসিবি। স্বাভাবিক নিয়মে সাকিবের পছন্দ মোতাবেক যে কোনো এক দলে তাকে খেলার সুযোগ করে দিতে চেয়েছিল বিসিবি। কিন্তু সাকিবকে নিয়ে বেশ আগ্রহ থাকায় দায় এড়াতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি চেয়েছিল সাকিব আল হাসান ঢাকা ডাইনামাইটসের হয়ে মাঠে নামুক। ১৭ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে