স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুরু দায়িত্ব পালন করছেন এই নাঈমুর রহমান দুর্জয়। গত বিশ্বকাপের বিশ্বকাপের সময় বিতর্কিত হন তিনি। ক্যাসিয়ানোতে গিয়ে রক্ষা হয়নি তার। সে বিষয়টি এখন পুরনো। এবার নিজের ছোটবেলার স্মৃতি জানিয়েছেন তিনি।
এখানে নিজের নানা ভুল-ত্রুটির কথা জানান দুর্জয়। বারবার অপরাধ করে পার পেয়ে গেছেন তিনি। অন্যদিকে ছোট একটি অপরাধ করে ফেঁসে গিয়ে শাস্তি পেয়েছেন বাংলাদেশের প্রমথ টেস্ট সেঞ্চুরিয়ান নাঈমুর রহমান দুর্জয়।
দুর্জয় বলেন, আমি যে সময় বিকেএসপিতে পড়তাম তখন অনেক কঠিন নিয়ম-কানুন ছিল সেখানে। নিয়মের বাইরে গেলে কঠোর শাস্তি পেতে হত।
সে সময় নিজের কাছে কোনো টাকা রাখা যেত না, গান শোনা যেত না। কিন্তু লুকিয়ে আমি সবই করেছি। অপরাধ করলেও কখনও ধরা খাইনি।
দুর্জয় জানান, ১৯৮৮ সালে এশিয়া কাপের ম্যাচ দেখতে নিয়ে যাওয়া হয় আমাদের। একজন আমাকে চানাচুর খেতে দেয়। এটা আমার শিক্ষকরা দেখে ফেলে। বিকেএসপির ৩টি মাঠে ৩৪টা চক্কর দিতে হয়েছিল তখন।
সে সময় বারবার দেয়াল টপকে বাইরে এসেছি। বিকেএসপিতে অনেক কলা চুরি করে খেয়েছি। কিন্তু ধরা পড়িনি। সম্প্রতি সাকিব, নাসির, লিটন, বিজয়, সৌম্য সরকারসহ ক্রিকেটারদের সাথে বিকেএসপিতে যান তিনি। সেখানে গিয়ে পুরনো দিনের নানা ছোট খাট অপরাধের প্রসঙ্গ টানেন নাঈমুর রহমান দুর্জয়।
১৩ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর