রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৭, ০৩:৪২:৪৮

রাতে আবারো মাঠে নামছে তামিম-সাকিবের পেশওয়ার

রাতে আবারো মাঠে নামছে তামিম-সাকিবের পেশওয়ার

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লীগে (পিএসএল) আজ করাচী কিংসের বিপক্ষে মাঠে নামবে সাকিব-তামিমদের পেশওয়ার জালমি।

বাংলাদেশ সময় রাত ১০টায় শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

এখন পর্যন্ত ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয়তে অবস্থান করছে সাকিব-তামিমের দলটি।

এদিকে গতকাল পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে ৫ উইকেটে পরাজিত হয়েছে সাকিব-তামিমের পেশোয়ার জালমি। এদিন ব্যাট হাতে সাকিব ৫ এবং তামিম মাত্র ৪ রান করেছেন।

আর বল হাতে ৪ ওভার বোলিং করে ২৪ রান দিয়ে ১ উইকেট শিকার করেছেন বাংলাদেশের সেরা এই অলরাউন্ডার। চলতি পিএসএল আসরে এখন পর্যন্ত দুটো ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

নিজের প্রথম ম্যাচেই ৪৬ বলে ৬২ রানের এক অনবদ্য ইনিংস খেলেন তামিম। যদিও ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিলো। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেননি তামিম।

এদিন মাত্র ৪ রান করে এদিন ফিরে যেতে হয়েছে তাঁকে। অন্যদিকে চলতি পিএসএলে সাকিব এখন পর্যন্ত নিজের ছায়া হয়েই রয়েছেন। প্রথম ম্যাচে ব্যাট হাতে নামা হয়নি। দ্বিতীয় ম্যাচে মাত্র ৫ রান করে আউট হন।

বল হাতেও আশানুরূপ পারফর্মেন্স ছিলো না সাকিবের। শনিবার মিসবাহ-উল হকের ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৪ ওভার বোলিং করে ২৪ রানে ১ উইকেট শিকার করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও খুব একটা ভালো করতে পারেননি তিনি। তবে আজ আবারো নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন সাকিব। এদিন কুমার সাঙ্গাকারার শক্তিশালী করাচী কিংসের বিপক্ষে মাঠে নামছে সাকিব-তামিমের দল।

উল্লেখ্য, এর আগে পিএসএলের প্রথম আসরে ব্যাট হাতে পেশওয়ার জালমির হয়ে ৬ ম্যাচে ৩ ফিফটি করেছিলেন তামিম ইকবাল।

করাচী কিংস স্কোয়াড-

কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, রবি বোপারা, ক্রিস গেইল, হাসান মোহসিন, ইমাদ ওয়াসিম, মাহেলা জয়াবর্ধনে, কাশিফ ভাট্টি, খুররম মনজুর, রায়ান ম্যাকলারেন, মোহাম্মদ আমির, কাইরন পোলার্ড, রাহাত আলী, সাইফুল্লাহ বাঙ্গাস, শাহজাইব হাসান, শোয়েব মালিক, সোহেইল খান, উসামা মীর।

পেশওয়ার জালমি স্কোয়াড-

ড্যারেন স্যামি (অধিনায়ক), তিলকারত্নে দিলশান, আন্দ্রে ফ্লেচার, হ্যারিস সোহেইল, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমরান খান, ক্রিস জর্ডান, কামরান আকমল, খুশদিল শাহ, মোহাম্মদ আসগার, মোহাম্মদ হাফিজ, ইয়ন মরগান, সামিত প্যাটেল, মারলন স্যামুয়েলস, শহীদ আফ্রিদি, সাকিব আল হাসান, শোয়েইব মাকসুদ, তামিম ইকবাল, ওয়াহাব রিয়াজ।
১৯ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে