রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৭, ০৭:৪৮:৪৯

অবাক কাণ্ড! এই জন্যেই ধোনিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিলেন কলকাতার মালিক

অবাক কাণ্ড! এই জন্যেই ধোনিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিলেন কলকাতার মালিক

স্পোর্টস ডেস্ক: অবাক কাণ্ড! এই জন্যেই ধোনিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিলেন কলকাতার মালিক। এতটা অসম্মানও কী প্রাপ্য ছিল ধোনির? আইপিএলের নিলামের ঠিক আগের দিনই ঝড় তুলে দিয়েছেন রাইজিং পুনে সুপারজায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। সকলকে হতবাক করে ধোনিকে সরিয়ে দিয়েছেন নেতৃত্বের দায়িত্ব থেকে।


ধোনি ভক্তরা তো বটেই সঞ্জীব গোয়েঙ্কার এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ অনেকেই। তবে ধোনির আইপিএলে কলকাতার মালিক কিন্তু সম্পূর্ণ ক্রিকেটীয় কারণকেই তুলে ধরছেন।


এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে ধোনিকে সরানোর কারণ হিসাবে তিনি তরুণতর অধিনায়কের উপরে আস্থা রাখার কথাই বলেছেন। তাঁর বক্তব্য, ‘সকলের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এমন একজন তরুণ অধিনায়ক খুঁজছিলাম, যার উপরে ভরসা করা যাবে। সেই হিসেবে স্টিভ স্মিথই যোগ্যতম।’


পাশাপাশি তিনি বলেন, ‘নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার পরেই স্মিথের সঙ্গে কথা বলি। ও প্রাথমিক ভাবে সম্মতি দেয়। তার পরেই ধোনির সঙ্গে যোগাযোগ করা হয়।’


ধোনির পেশাদারি মানসিকতারও প্রশংসা করেছেন অ্যাটলেটিকো ডি কলকাতা ও পুনে সুপারজায়ান্টসের মালিক। সঞ্জীববাবুর বক্তব্য, ‘ধোনি আদ্যন্ত এক জন পেশাদার ক্রিকেটার। তাছাড়া ধোনি ও স্মিথের মধ্যে সম্পর্ক দুর্দান্ত। ও সবসময় স্মিথকে সাহায্য করতে প্রস্তুত।’


প্রসঙ্গত, গত মরশুমে ধোনির অধিনায়কত্বে মোটেই ভরসা জাগানোর মতো পারফরম্যান্স করতে পারেনি পুনে সুপারজায়ান্টস। ক্যাপ্টেন কুল ১২টি ইনিংসে ব্যাট হাতে মোটে ২৮৪ রান করেছেন। অর্ধশতরানের সংখ্যা মাত্র একটি।


জুনেই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে। তাঁর আগে চাপমুক্ত থাকায় আইপিএলে পুরনো ধোনিকে পাওয়া যায় কিনা, সেটাই দেখার!-এবেলা
১৯ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে