সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৭, ১০:৫০:৪৭

আইপিএল নিলামে তামিম-তাসকিনের নাম ডাকা হয়নি কেন?

আইপিএল নিলামে তামিম-তাসকিনের নাম ডাকা হয়নি কেন?

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলের দশম আসরের নিলাম শেষ হয়েছে। সোমবার সকালে বেঙ্গালুরুতে নিলাম শুরু হয়।

এবারের আসরের নিলামে সবচেয়ে বড় চমক ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। রাইজিং পুনে সুপারজায়ান্ট সাড়ে ১৪ কোটি রুপিতে স্টোকসকে দলে নিয়েছে।

এবারের আসরে আরেক চমক দুই আফগান ক্রিকেটার। তারা হলেন মোহাম্মদ নবী এবং রশিদ খান। তাদের দুজনকেই দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

তবে টাইগার ভক্তদের জন্য দুঃসংবাদ হল নতুন করে বাংলাদেশের কোনো ক্রিকেটার দল পাননি। সবচেয়ে বড় বিষয় হল নিলামের তালিকায় ওপেনার তামিম ইকবাল এবং তাসকিন আহমেদের নাম থাকলেও তাদের ডাকাই হয়নি।

বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে নিলামে নাম ছিল এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল এবং তাসকিন আহমেদের।

বিজয়, রিয়াদ এবং মিরাজের নাম নিলামে ডাকা হয়। তবে তাদের দলে নেয়ার আগ্রহ দেখাননি কেউ। আর তামিম ও তাসকিনের নামই ডাকা হয়নি। কেনো তামিম ও তাসকিনের নাম ডাকা হয়নি সেই তথ্য এখনো অজানা।

বাংলাদেশের এ ৫ ক্রিকেটারের ভিত্তি মূল্য ধরা হয়েছিল ৩০ লাখ রুপি। এই ৫ ক্রিকেটার দল না পাওয়ায় আইপিএলের এবারের আসরেও সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান ছাড়া আর কোনো টাইগার ক্রিকেটারকে দেখা যাবে না।

প্রসঙ্গত, আগামী ৫ এপ্রিল শুরু হবে ভারতের ঘরোয়া ক্রিকেট লিগের সবচেয়ে বড় আসর। এসময় শ্রীলংকায় সিরিজ থাকায় শুরুর দিকে খেলতে পারবেন না সাকিব ও মোস্তাফিজ।
২০ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে