সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৭, ১১:০৮:৪৬

আইপিএল নিলামে ৩০ গুণ বেশি দামে বিক্রি হলো সেই মুস্তাফিজ

আইপিএল নিলামে ৩০ গুণ বেশি দামে বিক্রি হলো সেই মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: বোলিংয়ে বৈচিত্র্য ও ইচ্ছেমতো ইয়র্কার দেয়ার ক্ষমতার জন্য তাকে তামিলনাড়ুর ‘মুস্তাফিজ’ বলা হয়। যদিও এখনো তিনি আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গণে প্রবেশ করেননি। তার কাটার, স্লোয়ার ডেলিভারি একেবারেই নাকি বাংলাদেশি কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমানের মতোই। তাই ভারতের অনেকেই তাকে মুস্তাফিজ নামে ডাকে।

বছর পাঁচেক আগেও সালেমে টেনিস বল খেলতেন রেল স্টেশনের কুলি-র ছেলে। মা রাস্তার ধারের একটি দোকান চালান। পাঁচ ভাই-বোনের সংসার বেড়ে ওঠা সেলিমের তখন আইপিএলে খেলার সুযোগ আসবে, এমন ভাবনাই অলীক ছিল।

পরে চেন্নাইতে এসে জনপ্রিয় জলি রোভার্স ক্লাবের হয়ে খেলা শুরু করেন তিনি। আর এই ক্লাবেই খেলতেন আর অশ্বিন, মুরলী বিজয়ের মতো তারকারা। গত বছরের টিএনপিএলের প্রথম মরশুমে ডিন্দিগুল লায়ন্সের হয়ে চান্স পাওয়াটাই তাঁর কেরিয়ারের প্রথম ব্রেক। এই টুর্নামেন্টেই আইপিএল ফ্রাঞ্চাইজিগুলির কর্মকর্তাদের নজরে পড়েন তিনি। সেই সূত্রে এবারের আইপিএলের নিলামে নাম।

সকাল থেকেই টিভির পর্দায় চোখ রেখে অধীর অপেক্ষা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর নিলামে বেস প্রাইস ছিল ১০ লক্ষ টাকা।

কিন্তু দর লাফিয়ে লাফিয়ে বেড়েই চলল। শেষপর্যন্ত তা থামল ৩ কোটি টাকাতে। কিংস ইলেভেন পঞ্জাব দলে বাঁহাতি সিমার থঙ্গারাসু নটরাজনকে নিতে বদ্ধপরিকর ছিলেন বীরেন্দ্র সহবাগ। নিলামে বেস প্রাইসের প্রায় ৩০ গুণ সর্বোচ্চ দর হেঁকে অখ্যাত নটরাজনকে নিল পঞ্জাব। ২৫ বছরের জীবনটা কয়েক লহমায় যেন বদলে গেলো তামিলনাড়ুর সেই মুস্তাফিজের।
২০ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে