মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭, ০৯:০১:২৩

যে কারণে মুশফিকের সঙ্গে কথা বলবে বিসিবি

যে কারণে মুশফিকের সঙ্গে কথা বলবে বিসিবি

স্পোর্টস ডেস্ক: মুশফিকুর রহীমের চাপ কমাতে তার দায়িত্ব কমানোর চিন্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনেক দিন থেকেই। কিন্তু টেস্ট অধিনায়ক  নেতৃত্ব, ব্যাটিং ও উইকেট কিপিং তিনটিই উপভোগ করছেন বলে জানা বার বার।

সর্বশেষ ভারতে একমাত্র টেস্ট শেষে তিনি বলেন, ‘আমি তিনটা দায়িত্ব পালন করতেই পছন্দ করি। বাকিটা বিসিবির ইচ্ছা। তারা যে সিদ্ধান্ত নিবে তা আমাকে মানতে হবে।‘ এর আগে একবার বিসিবি সভাপতি চেষ্টা করেছিলেন মুশফিককে উইকেট কিপারের দায়িত্ব থেকে সরিয়ে দিতে। জানা যায়, মুশফিকের জেদের কাছে তা টিকেনি।

কিন্তু এবার যেন ভালোভাবে নড়েচড়ে বসেছে বিসিবি। শ্রীলঙ্কা সফরের আগে তার সঙ্গে এই নিয়ে কথা বলার বিষয়টি জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। গতকাল তিনি বলেন, ‘সর্বশেষ টেস্টই যদি দেখেন, মুশফিককে প্রায় পুরো সময় মাঠে থাকতে হয়েছে। ১৬০ ওভার কিপিং করে আবার লম্বা সময় ব্যাটিং করে সেঞ্চুরি করেছে। এরপর আবার কিপিংয়ে ছুটতে হয়েছে। কাজটা কঠিন।

এখন মুশফিক ছুটিতে আছে। কয়েক দিন রিল্যাঙ করুক। আমাদের হাতে এখনো কয়েকদিন সময় আছে। আমরা ওর সঙ্গে বসবো, আলাপ করে দেখবো কি হয়। যেটা ভালো হয়, আমরা সেটাই করবো।’ প্রসঙ্গত: হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংসে মুশফিক একটা সহজ স্টাম্পিং মিস করা ছাড়াও কয়েকটা ক্যাচও মিস করেন। এতে ভারতের সংগ্রহ প্রায় ৭০০ হয়ে যায়।
২১ ফেব্রুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে