মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭, ০৯:২১:৩৬

কোনো বিদেশি না আসলেও লাহোরেই হবে পিএসএলের ফাইনাল

কোনো বিদেশি না আসলেও লাহোরেই হবে পিএসএলের ফাইনাল

স্পোর্টস ডেস্ক: পিএসএল এর ফাইনাল খেলাটি পাকিস্তানের মাটিতেই করার জন্য বিভিন্ন পক্ষ থেকে নানা কথা হচ্ছিল। দর্শকদের মধ্যেও ছিল জল্পনা-কল্পনা। অবশেষে সকল উৎকন্ঠার অবসান হল।

এবার পাকিস্তানেই অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল। বিদেশি ক্রিকেটাররা খেলুক আর না খেলুক, পিএসএলের দ্বিতীয় আসরের ফাইনালের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।
 
সোমবার পিএসএলের আয়োজক কমিটি এবং ফ্রাঞ্চাইজি মালিকদের মধ্যে সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। এদিন পাঁচ দলের মালিকদের সঙ্গে সভায় বসেছিলেন চেয়ারম্যান নিজাম শেঠি। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় ফাইনাল খেলতে কোনো বিদেশি ক্রিকেটার পাকিস্তান না গেলেও শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই সিদ্ধান্তে নিজেদের মত দিয়েছেন পাঁচ দলের মালিক পক্ষ।
 
মিটিং শেষে পিসিবি চেয়ারম্যান অফিসিয়াল টুইটার একাউন্টে মিটিংয়ের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। এ প্রসঙ্গে পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি জানিয়েছেন, জাতীয় ইস্যুতে আমরা এক সঙ্গে কাজ করতে চাই।

পিএসএলের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। সবাই এক সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছি নিরাপত্তার অহেতুক ইস্যুতে যদি কোনো বিদেশি ক্রিকেটার পাকিস্তানের মাটিতে খেলতে না যায়, তারপরও লাহোরেই ফাইনাল অনুষ্ঠিত হবে। আশা করবো বিদেশিরা আমাদের সঙ্গে একমত হবেন।
 
২০০৯ সালে পাকিস্তানে সিরিজ খেলার মাঝে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলা হয়। এরপর থেকেই সে দেশে আন্তর্জাতিক ক্রিকেট অলিখিতভাবে নিষিদ্ধ রয়েছে। এরপর ২০১৫ সালে জিম্বাবুয়ে দেশটিতে সফর করলেও পরবর্তীতে আর কোন দেশ সেখানে সফর করেনি।
 
সে কারণে দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে পিএসলের সবগুলো ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও ফাইনাল ম্যাচটি ঘরের মাঠে আয়োজন করতে বদ্ধপরিকর ছিলেন পিএসএল চেয়ারম্যান নিজাম শেঠি।
 
কিন্তু গেল সপ্তাহে  লাহোরে বোমা বিস্ফোরণের ঘটনায় ১৩ জন নিহত হন । আহত হন ৭০ জনেরও বেশি। তারপর থেকেই লাহোরে পিএসএল আয়োজন শঙ্কার মুখে পড়ে। তবে সোমবারের সভা শেষে পাকিস্তানের লাহোরেই ফাইনাল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
২১ ফেব্রুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে