মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭, ০৯:৩৮:০৫

শহীদ মিনারে জাতীয় দলের ক্রিকেটারদের শ্রদ্ধা নিবেদন

শহীদ মিনারে জাতীয় দলের ক্রিকেটারদের শ্রদ্ধা নিবেদন

স্পোর্টস ডেস্ক: আজ অমর একুশে ফেব্রুয়ারি। ১৯৫২ সালের আজকের এই দিনে মাতৃভাষার মর্যাদা ও অধিকার আদায়ে শহীদ হয়েছেন সালাম, শফিক, বরকত, জব্বার, রফিকসহ আরও অনেকে। জাতি আজ সেই অমর  শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছে।

ব্যতিক্রম নয় টাইগার ক্রিকেটাররা। নিজেদের ফেইসবুকে ভাষা আন্দোলনের জানা-অজানা সব শহীদকে গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

রুবেল হোসেন, ‘একুশে ফেব্রুয়ারি" আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" সকল ভাষা শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।’ মোস্তাফিজুর রহমান, ‘২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদ ও সৈনিকদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।’

সৌম্য সরকার, ‘ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।’ সাব্বির রহমান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদ ও সৈনিকদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।’

সাকিব আল হাসান, ‘ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।’ মুশফিকুর রহিম, ‘একুশ আমার মুক্ত স্বাধীন, একুশ আমার স্বাধিকার, একুশ আমায় দিয়েছে কথা বলার অধিকার। ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।’

‘একুশ’ কেবল একটি দিন নয়, বাঙালির আবেগ, ভালোবাসা, আত্মপরিচয়ের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাওয়া এক প্রেরণার উৎস। শহীদ মিনারে আজ মানুষের ঢল। পুষ্পে পুষ্পে ভরে যাবে শহীদ বেদী
২১ ফেব্রুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে