মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭, ১০:২৯:২৯

যেসব বড় তারকারা আইপিএলে কোনো দলই পাননি

যেসব বড় তারকারা আইপিএলে কোনো দলই পাননি

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্বের বড় বড় তারকা তারা। অনেকের নাম মুখে আনতেই ভেসে ওঠে তাদের প্রশংসা গাঁথা। কিন্তু আইপিএলের নিলামের চূড়ান্ত তালিকায় ওঠাটাই তাদের জন্য এখন বড় কষ্টের।

আসন্ন আইপিএলের জন্য বহু প্রতিক্ষিত ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হয়ে গেল সোমবার, বেঙ্গালুরুতে। এখানে তারকা প্লেয়ারদের নিয়ে যেমন ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে টানাটানি হয়েছে, তেমনই এবারের নিলামে ইমরান তাহির, ইরফান পাঠান, ইশান্ত শর্মাদের মত  প্লেয়ারের দল না পাওয়াটাও ক্রিকেটপ্রেমীদের অবাক করেছে।
 
ক্রিকেট বিশ্বের যেসব বড় বড় তারকারা ১০১৭ আইপিএলে কোনো দলই পাননি, দেখে নিন-তাদের তালিকা

ফৈয়াজ ফজল-ভারত

অ্যালেক্স হেলস- ইংল্যান্ড

রস টেলর- নিউজিল্যান্ড

ইরফান পাঠান- ভারত

সিন অ্যাবট- অস্ট্রেলিয়া

বেন ডানক- অস্ট্রেলিয়া

জনি বেয়ারস্টো -ইংল্যান্ড

আন্দ্রে ফ্লেচার- ওয়েস্ট ইন্ডিজ

জনসন চার্লস- ওয়েস্ট ইন্ডিজ

দীনেশ চান্দিমাল- শ্রীলঙ্কা

কাইলি অ্যাবট- দক্ষিন আফ্রিকা

ইশান্ত  শর্মা- ভারত

লক্ষ্মন সান্দাকান- শ্রীলঙ্কা

ইশ সোধি- নিউজিল্যান্ড

ব্র্যাড হজ- অস্ট্রেলিয়া

প্রজ্ঞান ওঝা – ভারত

ইমরান তাহির- দক্ষিন আফ্রিকা

উমং শর্মা – ভারত

পৃথ্বী শাও – ভারত

উন্মুক্ত চন্দ- ভারত

আসগর স্ট্যানিজা- আফগানিস্তান

মাহিপাল লোমরোর- ভারত

শিবম দুবে – ভারত

মনন শর্মা – ভারত

রাস কালারিয়া- ভারত

প্রিয়ঙ্ক পাঞ্চল – ভারত

বিষ্ণু বিনোদ- ভারত

শ্রীবৎস গোস্বামী- ভারত

মহম্মদ শেহজাদ – আফগানিস্তান

মোহিত আলওয়াট – ভারত

মনবীন্দর বিসলা – ভারত

আবু নাসেম – ভারত

উমর নাজির মির – ভারত

পবন সোয়াল -ভারত

মায়ঙ্ক ডাগর- ভারত

সর্বজিৎ লাড্ডা- ভারত

মিচেল সিপসন – অস্ট্রেলিয়া

অক্ষয় ওয়াখেড়ে – ভারত

চেতেশ্বর পূজরা – ভারত

অভিনব মুকুন্দ – ভারত

মাইকেল লিঙ্গার- অস্ট্রেলিয়া

এস বদ্রিনাথ – ভারত

মার্লন স্যামুয়েল্স – ওয়েস্ট ইন্ডিজ

এভিন লুইস – ওয়েস্ট ইন্ডিজ

নিক ম্যাডিনসন – অস্ট্রেলিয়া

পারভেজ রসুল – ভারত

জেসন হোল্ডার – ওয়েস্ট ইন্ডিজ

ডেভিড ওয়াইস – দক্ষিন আফ্রিকা

থিসারা পেরিরা – শ্রীলঙ্কা

ফারহান বেহারদিয়ান – দক্ষিন আফ্রিকা

আনামুল হক- বাংলাদেশ

শেন ডাওরিচ – ওয়েস্ট ইন্ডিজ

কুশল পেরিরা- শ্রীলঙ্কা

নিরোসান ডিকওয়েলা – শ্রীলঙ্কা

ব্রাড হাডিন – অস্ট্রেলিয়া

গ্লেন ফিলিপস – নিউজিল্যান্ড

আরপি সিং – ভারত

পঙ্কজ সিং – ভারত

ফাওয়াদ আহমেদ – অস্ট্রেলিয়া

মাইকেল বির- অস্ট্রেলিয়া

আকিলা দনানজিয়া – শ্রীলঙ্কা

নাথান লিয়ন – অস্ট্রেলিয়া

রাহুল শর্মা – ভারত

হিমাংশু রানা – ভারত

অপূর্ব ওয়াখেড়ে – ভারত

আকাশ ভান্ডারি – ভারত

অখিল হারওয়াদেকর – ভারত

পঙ্কজ জয়সোয়াল – ভারত

দিশান্ত যাগ্নিক – ভারত

ঋষি অরথো-ভারত

রসফোর্ড বিটন – ওয়েস্ট ইন্ডিজ

কনিষ্ক শেঠ – ভারত

জো বার্নস – অস্ট্রেলিয়া

কলিন মুনরো – নিউজিল্যান্ড

জেমস নিশাম- নিউজিল্যান্ড

ওয়েন পার্নেল – দক্ষিন আফ্রিকা

মিচেল স্যান্টনার – নিউজিল্যান্ড

হরপ্রীত সিং – ভারত

কলিন গ্র্যান্ডহোম – নিউজিল্যান্ড

অ্যান্ডি ফেলিকাওয়া – দক্ষিন আফ্রিকা

ডোয়েন প্রিটোরিয়াস – দক্ষিন আফ্রিকা

বেন হুইলার – নিউজিল্যান্ড

কেরিক উইলিয়ামস – ওয়েস্ট ইন্ডিজ

তেজেন্দর সিং – ভারত

বিরাট সিং – ভারত

মনজিত সিং – ভারত

মেহেদি হাসান মির্জা – ভারত

মাহমুদুল্লাহ – বাংলাদেশ

সাব্বির রহমান – বাংলাদেশ

বি ইন্দ্রজিৎ – ভারত

অমিত বর্মা – ভারত

হিম্মত সিং – ভারত

অ্যাস্টন টার্নার- অস্ট্রেলিয়া

চৈতন্য বিষ্ণু – ভারত।
২১ ফেব্রুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে