মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭, ১১:২১:২৫

আজ ঘোষণা হচ্ছে চমক ও পরিবর্তনে ভরপুর টেস্ট দল

আজ ঘোষণা হচ্ছে চমক ও পরিবর্তনে ভরপুর টেস্ট দল

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কা সফরের দুই টেস্টের জন্য আজ টেস্ট দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।  আভাস সত্য হতেই যাচ্ছে। এই দল থাকছেন চমক ও পরিবর্তনে ভরপুর।

টেস্ট দলে প্রথম পরিবর্তনটি অনুমিতই।  মোস্তাফিজুর রহমান পুরোপুরি ফিট হয়ে ফিরছেন টেস্ট দলে।  তাকে জায়গা দিতে বাদ যেতে হবে শফিউল ইসলামকে।  অন্য পরিবর্তনটি এখনো নিশ্চিত নয়।  ইমরুল কায়েসের ফিটনেসের পরিস্থিতি কেমন হয়, সেটার উপর নির্ভর করে আসবে এই পরিবর্তন।

জানা গেছেম ইমরুল যদি ইনজুরির কারণে শেষ পর্যন্ত শ্রীলঙ্কা সফরের দলে থাকতে না পারেন।  তবে তার বদলে সুযোগ আসতে পারে নুরুল হাসান সোহানের।  বিসিবির নির্বাচক কমিটির এক সদস্য গতকাল দিয়েছেন এমনই আভাস।

নুরুল হাসান সোহানের টেস্ট অভিষেক হয়েছে নিউজিল্যান্ড সফরে।  ক্রাইস্টচার্চ টেস্টে মুশফিকুর রহিমের ইনজুরির কারণে কিপিংয়ের জন্য তাকে নেয়া হয়।  একই সফরে ওয়ানডেতে, একই কারণে ওয়ানডে অভিষেকও হয় সোহানের।

এ দিকে মুশফিকের কিপিং নিয়ে চলছে নানা রকম দ্বিধা- বিভক্তিমূলক আলোচনা।  মুশফিককে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলানোর কথাও শোনা যাচ্ছে।  কিন্তু বিসিবির সূত্রগুলো যা বলছে, তাতে মনে হয়েছে, আপাতত মুশফিকের কাছ থেকে কিপিং গ্লাভস অন্যকে দেয়ার কোনো পরিকল্পনা নেই।
২১ ফেব্রুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে