বৃহস্পতিবার, ০৯ মার্চ, ২০১৭, ০৯:১৫:৫১

লঙ্কানদের বিপক্ষে আশার আলো হয়ে জ্বলে উঠলেন মিরাজ

লঙ্কানদের বিপক্ষে আশার আলো হয়ে জ্বলে উঠলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক: ঠিকই লঙ্কানদের বিপক্ষে আশার আলো হয়ে জ্বলে উঠলেন মিরাজ। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহটা আরো বড় হতে পারতো। তবে লঙ্কানদের লাগাম টানেন বাংলাদেশের তরুণ বাঁ-হাতি স্পিনার মেহেদী হাসান মিরাজ। আগের দিনের ৩২১ রান ও হাতে ছয় উইকেট নিয়ে গলে দ্বিতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। ক্রিজে ১৬৬ রানে অপরাজিত কুশল মেন্ডিস ও ১৪ রান করা ডিকওয়েলা।

সকালে উইকেটের সুবিধা পাবেন বাংলাদেশের বোলাররা। এমনটাই আশা ছিল। কিন্তু উলটো প্রথম ১৫ ওভারে দেখতে হলো আগের দিন অপরাজিত থাকা দুই ব্যাটসম্যানের দাপট। এরই মধ্যে যোগ করেন ৭৭ রান। মেন্ডিস নিজের প্রথম দিন দুটি ছক্কা হাঁকিয়েছিলেন গতকাল হাঁকালেন আরো দুটি।

১৯৪ রান নিয়ে তখন ডাবল সেঞ্চুরি অপেক্ষায় মেন্ডিস। ঠিক সেই সময় তরুণ অফস্পিনার মেহিদী হাসান মিরাজ বদলে দিলেন দৃশ্যপট। তার বলে ছয় হাঁকিয়ে ডবল সেঞ্চুরি পূরণ করতে যান মেন্ডিস। কিন্তু তা রূপ নিলো মেন্ডিসের স্বপ্ন ভঙ্গের গল্পে।

মিরাজ সেখানেই থামলেন না। ওয়ানডে স্টাইলে খেলে ৭৬ বলে ৭৫ রান করা ডিকওয়েলাকেও আউট করলেন তিনি। মিরাজ যেন হয়ে উঠলেন লঙ্কানদের স্বপ্নের হন্তারকও। ৫১ রান করে প্রতিরোধ গড়া দিলরুয়ান পেরেরাকেও থামান তিনি। অবশ্য ক্যারিয়ারে ৬ষ্ঠ টেস্ট ম্যাচে আশা জাগিয়েছিলেন চতুর্থবার পাঁচ উইকেট নেয়ার।

কিন্তু শেষ উইকেট তুলে নিলেন সাকিব। এই তরুণের পাঁচ উইকেট নেয়া না হলেও টাইগারদের ম্যাচে ফেরান সদ্য ক্রিকইনফোর উদীয়মান ক্রিকেটারের পুরস্কারজয়ী মেহেদী হাসান মিরাজই। গল টেস্টের প্রথম ইনিংসে ২২ ওভারে ১১৩ রানে মিরাজের শিকার চার উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে বল হাতে একাই জয়ের নায়ক ছিলেন নিজের দ্বিতীয় টেস্টে।

তবে চ্যালেঞ্জটা ছিল বিদেশের মাটিতে নিজেকে প্রমাণ করার। ক্রিকেট বোদ্ধারাতো তার সেই পারফরম্যান্সের পর বারবার এই একই চ্যালেঞ্জের কথা বলেছিলেন। নিউজিল্যান্ড সফরে নিজেকে প্রমাণ করতে পারেননি। দুই টেস্টে তার শিকার ছিল মাত্র ৫ উইকেট।

এরপর আশা ছিল ভারতের মাটিতে ভেলকি দেখাবেন এই তরুণ স্পিনার। কিন্তু টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দলের বিপক্ষে মাত্র ২ উইকেটই তার সম্বল হয়। গল টেস্টে প্রথম দিন নিয়েছিলেন ১ উইকেট। ব্যক্তিগত ৩০ রানে লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নেকে সাজঘরে ফেরান তিনি।
৯ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে