বৃহস্পতিবার, ০৯ মার্চ, ২০১৭, ০৫:০৪:৪৩

আবারও ত্রিভুবনের রাজা টাইগার সাকিব

আবারও ত্রিভুবনের রাজা টাইগার সাকিব

স্পোর্টস ডেস্ক: ত্রিভুবনে আবারও তিন ফরম্যাটেই সেরা অলরাউন্ডার রাজা হলেন টাইগার সাকিব আল হাসান। আইসিসির প্রকাশিত সবশেষ র‌্যাঙ্কিংয়ে এ তথ্য উঠে এসেছে। ওয়ানডে এবং টি-টুয়েন্টি অলরাউন্ডারের তালিকায় আগে থেকেই শীর্ষে ছিলেন সাকিব। এবার টেস্টের চূড়ায়ও পা রাখলেন টাইগার সুপারস্টার।

মূলত রবিচন্দ্রন অশ্বিন পিছিয়ে পড়ায় টেস্টে শীর্ষে ফিরেছেন সাকিব। বেঙ্গালুরু টেস্টে বল হাতে চমক দেখালেও ব্যাটিংয়ে ছিলেন নিষ্প্রভ। সিরিজে ৪ ইনিংসে অশ্বিনের রান মাত্র ২০।

হায়দরাবাদ টেস্টের পর সাকিবের রেটিং ছিল ৪৪৩। আর অশ্বিনের ৪৯৩। সেটা থেকে অবনমন হয়েছে ভারতীয় স্পিনারের। সাকিবের রেটিং এখন ৪৪০। আর অশ্বিনের ৪৩৪।

এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে টেস্টে সাকিবকে পেছনে ফেলে শীর্ষে উঠে যান অশ্বিন। অবশেষে আবার সাকিবের কাছে জায়গা হারালেন এই ভারতীয় সেনসেশন। অলরাউন্ডারের দৌড়ে তিন থেকে পাঁচে যথাক্রমে রবীন্দ্র জাদেজা, মিচেল স্টার্ক এবং বেন স্টোকস।

এদিকে টি-টুয়েন্টিতে সাকিবের অলরাউন্ডার রেটিং ৩৪৬। দ্বিতীয় স্থানে থাকা ম্যাক্সওয়েলের ঝুলতে রয়েছে ৩৪৩ পয়েন্ট। আর ওয়ানডেতে সাকিবের রেটিং ৩৭৭। দ্বিতীয় স্থানে থাকা আফগানিস্তানের মোহাম্মদ নবীর ৩৩১।
০৯ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে