বৃহস্পতিবার, ০৯ মার্চ, ২০১৭, ০৫:৫৬:১৮

বৃষ্টির কারণে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়াররা

বৃষ্টির কারণে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়াররা

স্পোর্টস ডেস্ক: গলে বৃষ্টির কারণে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়াররা। গলে বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বৃষ্টি থেমে গেলেও নির্ধারিত সময়ে খেলা শুরু করা যাবে না দেখেই এ সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়াররা। তাই কালকে চতুর্থ দিনের খেলা শুরু হবে ৪৫ মিনিট আগে। ৯টা ৪৫ মিনিটে মাঠে নামবে দুই দল।  

চা বিরতির ৪ মিনিট আগেই মাঠ ছেড়ে গিয়েছিলেন দুই দলের ক্রিকেটাররা। কারণ আশঙ্কা ছিল বৃষ্টি হানা দিতে পারে যে কোনও সময়েই! সেই সঙ্গে ছিল আলোকস্বল্পতাও। তাই চার মিনিট আগেই চা পানের বিরতি নিয়ে আউটফিল্ড কভার দিয়ে ঢেকে রাখা হয়েছিল। এরপর যদিও বৃষ্টি আর নামেনি। তাই ইনিংসে ব্যাট করতে নেমেছিল সফরকারীরা। আর নেমেই দু্ই বলের মাথায় ৩১২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা খেলতে নামার আগে এবার ভারি বৃষ্টিই আঘাত হানে গল স্টেডিয়ামে।

বৃষ্টি নামার সঙ্গে সঙ্গেই ক্রিকেটাররা ড্রেসিং রুমে ঢুকে পড়েন। অবশ্য গলের আকাশ জুড়ে আগে থেকে মেঘের আনাগোনা বিরাজ করছিল। দ্বিতীয় ইনিংসে ১৮২ রানে এগিয়ে থেকে ব্যাট করবে লঙ্কানরা। প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেছে ৩১২ রানে।  
০৯ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে