বৃহস্পতিবার, ০৯ মার্চ, ২০১৭, ০৬:৪৩:১৩

পুরস্কার জিতেই কোহলি বললেন, পরিশ্রম সার্থক হয়েছে আমার

পুরস্কার জিতেই কোহলি বললেন, পরিশ্রম সার্থক হয়েছে আমার

স্পোর্টস ডেস্ক: টানা তিন বাবের মতো বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার পলি উমরিগার জিতলেন ভারতীয় জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি।

বৃহস্পতিবার বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন কোহলি।

এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজ সফরে অসাধারণ পারফর্ম করায় দিলীপ সারদেশাই পুরস্কার পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এ নিয়ে দ্বিতীয়বার মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিতলেন অশ্বিন। এর আগে ২০১১ সালে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করায় এই পুরস্কার জেতেন তিনি। সেবার দুটি সেঞ্চুরিসহ  ১৭টি উইকেট নেন অশ্বিন।

পুরস্কার জেতার প্রতিক্রিয়ায় কোহলি বলেন, ‘গত ১০-১২ মাস অসাধারণ কেটেছে। আমি বলব, ২০১৫ থেকে ২০১৬ সালের শেষ পর্যন্ত আমার জন্য দারুণ ছিল। পরিশ্রম সার্থক হয়েছে আমার।’

৫৬ টেস্টে প্রায় ৫০ গড়ে ৪৪৯১ রান করেছেন কোহলি। ১৬টি সেঞ্চুরি ও ১৪টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। এ ছাড়া ১৭৯ ওয়ানডেতে ৫৩ গড়ে ৭৭৫৫ রান করেছেন ভারতীয় অধিনায়ক। ২৭ সেঞ্চুরিসহ ৩৯টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। ৪৭ টেস্টে প্রায় দুই হাজার রানসহ ১৬৯ উইকেট নিয়েছেন অশ্বিন।
০৯ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে